Advertisement
৪৭-এও 'অষ্টাদশী' তন্বী পূজা, লাস্যময়ীর আবেদনে বুঁদ নেটপাড়া
৪০ পেরিয়ে আজও যেন 'অষ্টাদশী' পূজা বাত্রা।
১৯৯৩ সালে জিতেছিলেন মিস ইণ্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব। গ্ল্যামার দুনিয়ায় কাজ করার পাশাপাশি সমানতালে চালিয়ে গিয়েছিলেন পড়াশোনাও।
বিখ্যাত সাবান ও শ্যাম্পুর ব্র্যান্ডের মুখ ছিলেন তিনি। একইসঙ্গে ছিলেন অর্থনীতিতে স্নাতক ও এরপরে এমবিএ করেন তিনি।
১৯৯৭ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটে পূজার 'বিরাসত' ছবির হাত ধরে। পেয়েছিলেন এই ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।
এই মুহূর্তে পূজা নিজে প্রযোজক। রয়েছে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা। এই প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে বহু বলিউড ও হলিউড ছবি।
লস অ্যাঞ্জেলস নিবাসী পাত্রের সঙ্গে প্রথমে গাঁটছড়া বাঁধেন পূজা ২০০২ সালে। তবে সেই বিয়ে একাবারেই সুখকর হয়নি। পরবর্তীতে নবাব শাহকে বিয়ে করেন পূজা।
Published By: Arani BhattacharyaPosted: 05:00 PM Aug 13, 2025Updated: 05:31 PM Aug 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
