Advertisement
সন্তান অন্ত প্রাণ, সামাইরা-আহানের জন্য কয়েক কোটি টাকার উপহার রোহিতের, চমক গাড়ির নম্বরে!
গাড়িটির দাম কত?
ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকেও। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বেশ কিছুটা দূরে তিনি। কিন্তু তা বলে প্রচারের আলো থেকে দূরে থাকবেন হিটম্যান, তা কি হয়? জানা গিয়েছে, বাড়িতে নতুন সদস্য নিয়ে এসেছেন তিনি।
এবার নতুন গাড়ি কিনলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর গ্যারাজে এবার শোভা পাবে নতুন ল্যাম্বরগিনি উরস। জানা গিয়েছে সেই গাড়ির দাম কত।
আগেও তো একটা নীল রঙের ল্যাম্বরগিনি ছিল হিটম্যানের কাছে। সেটার দাম ছিল ৩.১৫ কোটি টাকা। তাহলে একই গাড়ি কিনেছেন কেন তিনি? জানা গিয়েছে, গত বছর ড্রিম ইলেভেন বিজয়ীকে পুরনো ল্যাম্বরগিনি গাড়িটি উপহার দিয়েছিলেন। সেই কারণে নতুন ল্যাম্বরগিনি উরস কেনার ধুম।
নতুন এই গাড়িটির দাম প্রায় ৪.৫৭ কোটি টাকা। যার রং কমলা। যার নম্বর হল ০৩০১৫। যা কেবল রেজিস্ট্রেশন নম্বর নয়, এর নেপথ্যে রয়েছে গভীর পারিবারিক যোগ।
Published By: Prasenjit DuttaPosted: 02:50 PM Aug 11, 2025Updated: 02:50 PM Aug 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
