Advertisement
ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোট তারকা পেসারের, টেনিস খেললেন পন্থ! আর কী হল গিলদের অনুশীলনে?
২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট।
লর্ডস টেস্টে তীরে এসে তরী ডুবেছে টিম ইন্ডিয়ার। তৃতীয় টেস্টে ২২ রানে হার স্বীকার করতে হয়েছে শুভমানদের। রবীন্দ্র জাদেজার অসাধারণ লড়াই সত্ত্বেও হার এড়াতে পারেনি ভারত। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট। তার আগে অনুশীলনে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলছেন গত টেস্টের ট্র্যাজিক নায়ক রবীন্দ্র জাদেজা। ছবি পিটিআই।
ইংল্যান্ড সিরিজে দারুণ ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। প্রথমে হেডিংলিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তারপর বার্মিংহামে পরপর দু’টো সেঞ্চুরি করেছেন গিল। যদিও লর্ডসে রান পাননি। তা সত্ত্বেও ৬০৭ রান করে আপাতত সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গড় ১০১.১৬। চতুর্থ টেস্টে সমতা ফেরানোর লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গিয়েছে তাঁকে। ছবি পিটিআই।
নেটে বেশ হাসিখুশি মেজাজেই পাওয়া গেল শুভমান গিলকে। ব্যাটিং অনুশীলনের সময় গৌতম গম্ভীরের সঙ্গে তাঁকে দেখা গেল। ছবি পিটিআই।
ব্যাটিং অনুশীলন করেছেন যশস্বী জয়সওয়ালও। একটি সেঞ্চুরি পেলেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। তাই আরও বেশি করে মনোযোগী হতে দেখা গেল তাঁকে। ছবি পিটিআই।
অনুশীলনে দুর্ভাগ্যজনক খবরও পাওয়া গেল। নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন অর্শদীপ সিং। বুমরাহ যদি চতুর্থ টেস্ট না খেলেন, তাহলে প্রথম এগারোয় দেখা যাওয়ার সম্ভাবনা ছিল তাঁর। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, "মেডিক্যাল টিম ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। তার সেলাই দরকার কি না, সেটা এখনই বলা যাবে না।" ছবি পিটিআই।
করুণ নায়ার চলতি সিরিজে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। তিনি কি চতুর্থ টেস্টে খেলবেন? এই নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁকে যদি প্রথম এগারোয় দেখা না যায়, তাহলে কি দেখা ফের একবার দেখা যাবে সাই সুদর্শনকে? না কি এখনও সুযোগ না পাওয়া অভিমন্যু ঈশ্বরণ সুযোগ পাবেন? উত্তর পেতে গেলে এখনও ক'টা দিন অপেক্ষা করতে হবে। ছবি পিটিআই।
চতুর্থ টেস্ট খেলার জন্য ফিট ঋষভ পন্থ। অনুশীলনে তাঁকে র্যাকেট হাতে দেখা গেল। সম্প্রতি অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন, ম্যাঞ্চেস্টার টেস্টে দলে থাকবেন পন্থ। গিল বলেন, “ঋষভের স্ক্যান করানো হয়েছে। কোনও বড় আঘাত নেই। তাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আশা করি ও খেলবে।” লর্ডস টেস্টের প্রথম ইনিংসে কিপিং করার সময় আঙুলে চোট পান পন্থ। এরপর তিনি আর কিপিং করতে পারেননি। তাঁর জায়গায় কিপিং করেন ধ্রুব জুড়েল। ছবি পিটিআই।
Published By: Prasenjit DuttaPosted: 08:50 PM Jul 17, 2025Updated: 08:50 PM Jul 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
