Advertisement
বাড়িতে পোষ্য আনার প্ল্যান? আগেভাগে জেনে নিন একা থাকা না-পসন্দ কোন কোন প্রজাতির সারমেয়র
১. একাকীত্ব উপভোগ করতে ক'জন পারে? হিসেব করলে দেখা যাবে সংখ্যাটা নিতান্তই কম। অল্প-বিস্তর যারা একাকী সময় কাটাতে ভালোবাসেন তাঁরাও একটা সময়ের পর হাঁপিয়ে ওঠেন। প্রয়োজন হয় সঙ্গীর। কিন্তু পোষ্য সারমেয়রা? যাদের গোটা জগৎটাই আপনাকে ঘিরে? ওরা কি পছন্দ করে একাকীত্ব? যাদের চারপেয়ে সন্তান রয়েছে, তারা জানেন ওদের রেখে বাড়ি থেকে বেরনো কোনও যুদ্ধের থেকে কম নয়। কিন্তু জানেন কী কোন প্রজাতি সারমেয়রা একেবারেই একা থাকতে চায় না। এই তালিকার প্রথম নাম, ল্যাবরেডর। এরা ভীষণ মিষ্টি স্বভাবের। সকলের সঙ্গে মিশে যায় নিমেষেই। কিন্তু একা থাকা না পসন্দ! তাই যদি দিনভর সঙ্গ দেওয়ার মতো লোক থাকে, তবেই বাড়িতে আনবেন এদের।
দ্বিতীয় নামটি হল বর্ডার কলি। এরা অত্যন্ত বিচক্ষণ। কিন্তু বন্ধুহীন থাকতে চায় না একমুহূর্ত। কিছুক্ষণ একা থাকলে হলেও এরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে ওঠে। এদের শান্ত রাখতে নরম পুতুল দিতে পারেন।
মালিকের সঙ্গে অন্যরকম বন্ডিং থাকে জার্মান শেপার্ড প্রজাতির কুকুরের। আবার রাগ, তেজেও ওদের জুড়ি মেলা ভার। একাকীত্ব অনুভব করলে এরা প্রবল চিৎকার করতে থাকে।
ক্যাভালিয়ার কিং চার্লস স্প্যানিয়েল প্রজাতির কুকুর ভালোবাসে কোলে কোলে ঘুরতে। একা থাকা ওদের কাছে দুঃস্বপ্ন সমান। তাই যারা কর্মরত, তাঁদের জন্য এই প্রজাতি একেবারেই ঠিক নয়।
টয় পুডল প্রজাতিটি ভীষণ আবেগপ্রবণ। সারমেয়রা সকলেই ভীষণ সহজে আপন করে নিতে পারে। তবে এরা সকলের চেয়ে এগিয়ে। কিছুক্ষণ একা থাকলেই এরা নিজেদের বিচ্ছিন্ন ভাবতে শুরু করে।
মানুষের সঙ্গে থাকতে দারুণ ভালোবাসে অস্ট্রেলিয়ান শেপার্ড প্রজাতির কুকুর। বাড়িতে একা রাখলেই আসবাব পত্র-সহ নানা জিনিস করতে দেখা যায় এদের।
Published By: Tiyasha SarkarPosted: 08:01 PM Aug 06, 2025Updated: 08:01 PM Aug 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
