Advertisement
আইপিএলে একের পর এক নজির, ঘরের ছেলে বৈভব ঘরে ফিরতেই উৎসব বিহারে
বাড়ি ফিরলেও পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেনি বৈভব।
ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন তারা বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর।
এবারের আইপিএলে ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। শেষ ম্যাচেও ৩৩ বলে ৫৭ রান করে। বৈভবই একমাত্র প্লেয়ার যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এক মরশুমে দুটি হাফসেঞ্চুরি করেছে।
এবছর প্লে অফে যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান। আইপিএল অভিযান শেষ হওয়ার বাড়ি ফেরে 'ঘরের ছেলে' বৈভব। বিহারের সমস্তিপুর জেলার তাজপুরের পৈতৃক বাড়িতে তাকে ঘিরে উৎসবের মেজাজ।
গলায় মালা পরিয়ে, কেক কেটে স্বাগত জানানো হয় ইতিহাস গড়া কিশোরকে। পরিবার-প্রতিবেশীদের তুমুল হর্ষধ্বনির মধ্যেই কেক কাটে বৈভব। কেকে লেখা ছিল, Welcome Back to Home।
আইপিএলের প্রবল চাপ শেষ হয়ে গেলেও বাড়িতে খুব বেশি সময় কাটাতে পারেনি বৈভব। কারণ ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দলেও সুযোগ পেয়েছে সে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:59 PM May 22, 2025Updated: 08:59 PM May 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
