Advertisement
প্রিয় দলের সাফল্য কামনায় যজ্ঞ থেকে ICU-তে ম্যাচ দেখানোর আয়োজন! রাজ্যজুড়ে বিশ্বকাপ জ্বর
ফাইনাল দেখানোর জন্য শহরের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
কাতার বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজ্যজুড়ে উন্মাদনা তুঙ্গে। মেসি বনাম এমবাপের লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে গলা ফাটাতে শুরু করেছেন তাঁরা। ছবি: অরিজিৎ সাহা
কলকাতা তো বটেই, অন্যান্য জেলাতেও চড়েছে উত্তেজনার পারদ। হুগলি জেলার বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হয়েছে। চুঁচুড়ায় স্টার ক্লাবের মাঠে লাগানো হয়েছে মারাদোনা ও মেসির ফ্লেক্স-সহ আর্জেন্টিনার গোটা টিমের ছবি। দুপুর থেকেই ক্লাবের আর্জেন্টিনা ভক্তরা পিকনিকের মধ্যে দিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছেন।
আলিপুরদুয়ারের দশম শ্রেণির ছাত্র সায়ন সাহা হল মেসির বড় ভক্ত। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মিস করেনি সে। নিজের প্রিয় দল চ্যাম্পিয়ন হোক, মেসির হাতেই উঠুক কাপ- এই প্রার্থনা করে একটি ছবিও এঁকেছে সে। নেদারল্যান্ডস ম্যাচে কানের দু'পাশে হাত রেখে পোজ দিয়েছিলেন মেসি। সেই দৃশ্যই ধরা পড়েছে সায়নের ছবিতে।
প্রায় এক মাস ধরে চলা মহাযুদ্ধের আজই শেষ। আর চূড়ান্ত লড়াই দেখানোর জন্য শহরের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা হয়েছে। ম্যাচ দেখা ঘিরে রঙিন হয়ে উঠেছে পরিবেশ। ছবি: অরিজিৎ সাহা
হুগলির চন্দননগর যা একসময় ফরাসডাঙা নামে পরিচিত ছিল, সেই চন্দননগরের নানা স্থানে ফ্রান্সের জয় কামনা করে চলছে প্রার্থনা। চন্দননগর স্টেশন রোড এলাকার স্থানীয়রা ফরাসি তারকা এমবাপের মডেলকে সাক্ষী রেখে যজ্ঞও করলেন।
কলকাতার অলি-গলিতে উড়ছে আর্জেন্টিনা ও ফ্রান্সের পতাকা। টালিগঞ্জে ঢাক-ঢোল বাজিয়ে ফেভারিট দলকে সমর্থন জানানোর পালা শুরু হয়ে গিয়েছে। ছবি: অরিজিৎ সাহা
Published By: Sulaya SinghaPosted: 07:09 PM Dec 18, 2022Updated: 09:50 PM Dec 18, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
