Advertisement
মমতার হাতছোঁয়া মুড়িই যেন 'প্রসাদ', আউশগ্রামে উৎসবের মেজাজে বিতরণ
২১ জুলাইয়ের পর মুড়িই এখন সুপারহিট!
আদতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল, কেন্দ্র সরকারের নতুন জিএসটি নির্দেশিকা নিয়ে আক্রমণ শানানো। তবে সমাবেশের পর থেকে সুপারহিট মুড়ি।
মুড়ির বস্তাটি পরম যত্নে কোলে নিয়ে ট্রেনে চড়ে বাড়ি ফেরেন যুব তৃণমূল কর্মী। কারও আবদার, “সব মুড়ি যেন নিজের গ্রামে বিলি করে দিস না। আমার জন্য রাখিস।” কারও আবদার, “দেবাশিসদা মায়ের খুব ইচ্ছা দিদির আশীর্বাদ মাখা মুড়ি খাবেন। মায়ের জন্য দু-চারটে ওই মুড়ি রেখো।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছোঁয়া মুড়ি প্রসাদতুল্য মনে করে বিতরণ করা হল এলাকায়। ধর্মতলার সভা ফেরত মুড়ি মেশানো হয় আরও এক বস্তা মুড়ির সঙ্গে।
তৃণমূল কর্মী ও স্থানীয়রা একসঙ্গে খান মুড়ি। সঙ্গে ছিল কুমড়োর তরকারি, মিষ্টি। কপালে সবুজ আবিবের টিপ পরে উৎসবের মেজাজে সময় কাটালেন স্থানীয়রা।
Published By: Sayani SenPosted: 08:30 PM Jul 22, 2022Updated: 08:30 PM Jul 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
