shono
Advertisement

Breaking News

বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য কল্পতরু রিলায়েন্স জিও, কী অফার দিচ্ছে সংস্থা?

জেনে নিন এই প্রতিবেদনে। The post বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য কল্পতরু রিলায়েন্স জিও, কী অফার দিচ্ছে সংস্থা? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Jul 29, 2018Updated: 06:24 PM Apr 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য লোভনীয় অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও৷ Monsoon Hungama offer-এর আওতায় জিও ফোন ব্যবহারকারীদের কার্যত হাত খুলে, ঢালাও সুবিধা প্রদান করছে রিলায়েন্স৷ সংস্থাটি জানাল, এই বর্ষার মরশুমে নতুন জিও ফোন কিনলেই মিলবে ছ’মাসের জন্য বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট ডাটা ব্যবহার করার সুযোগ৷ এরজন্য কেবল একবারই ৫৯৪ টাকা দিয়ে রিচার্জ করতে হবে ক্রেতাকে৷

Advertisement

[ফেসবুকের শেয়ারে ধস, একদিনেই রেকর্ড লোকসান জুকারবার্গের]

এখানেই শেষ নয়, ঝুলিতে রয়েছে আরও আকর্ষণীয় অফার৷ মনসুন হাঙ্গামা এক্সচেঞ্জ অফারের আওতায় মাত্র ১০১ টাকার রিচার্জ করলেই মিলবে একমাসের জন্য প্রত্যহ ৬ জিবি অতিরিক্ত ইন্টারনেট ডেটা৷ সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে জিও ফোনের সঙ্গে দুটি অফার বাজারে চালু রয়েছে৷ প্রথমটি ৪৯ টাকার ও দ্বিতীয়টি ১৫৩ টাকার৷ ৪৯ টাকার রিচার্জ করলেই একমাস ব্যবহারের জন্য মিলবে এক জিবি ডেটা এবং ১৫৩ টাকার রিচার্জে একমাস ব্যবহারের জন্য মিলবে দেড় জিবি ডেটা৷ জানা গিয়েছে, এই দুটি ডেটা প্যাক বাজার থেকে তোলার এখনই কোনও পরিকল্পনা নেই জিও-র৷ কারণ, এখনও অনেক উপভোক্তা রয়েছেন যাদের কাছে ডেটা প্যাকের চেয়েও ভয়েসকল বেশি প্রয়োজনীয়৷ ফলে তারা কম টাকায় বিনামূল্যে ভয়েসকল পেলেই খুশি থাকেন৷

[কাটল বাধা, ভোডাফোন-আইডিয়ার সংযুক্তিকরণে ছাড়পত্র দিল কেন্দ্র]

গত ৫ জুলাই জিও ফোনের মনসুন হাঙ্গামা অফার উদ্বোধন করেন রিলায়েন্স প্রধান তথা শিল্পপতি মুকেশ আম্বানি৷ মাত্র ৫০১ টাকার বিনিময়ে পুরনো ফিচারের ফোন পালটে নয়া প্রযুক্তির জিও ফোন পকেটে ভরার সুযোগ করে দেন তিনি৷ আসন্ন ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকেই বাজারে আসছে জিও ফোন ২-এর নয়া মডেল৷ মিলবে মাত্র ২৯৯৯ টাকার বিনিময়ে৷

The post বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য কল্পতরু রিলায়েন্স জিও, কী অফার দিচ্ছে সংস্থা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement