shono
Advertisement

পাঁচ দশকের লড়াই শেষ, সোনা এল প্রাক্তন আমলার ঝুলিতে

১৯৬৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করেছিলেন অজিত সিং সিংভি৷ তা সত্ত্বেও তাঁকে দ্বিতীয় স্থান দিয়ে সাওয়াই সিংকে প্রথম বলে ঘোষণা করা হয়েছিল৷ The post পাঁচ দশকের লড়াই শেষ, সোনা এল প্রাক্তন আমলার ঝুলিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:58 AM Jun 25, 2016Updated: 07:28 PM Jun 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৪৭ বছরের লড়াইয়ের পর সুবিচার পেলেন রাজস্থানের প্রাক্তন আইএএস অফিসার৷ আইনের পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও সোনার পদক থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি৷ অবশেষে বৃহস্পতিবার রাজস্থান বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর হাতে সোনার পদক তুলে দেওয়া হল৷

Advertisement

১৯৬৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করেছিলেন অজিত সিং সিংভি৷ তা সত্ত্বেও তাঁকে দ্বিতীয় স্থান দিয়ে সাওয়াই সিংকে প্রথম বলে ঘোষণা করা হয়েছিল৷ এবং তাঁকেই সোনার পদক দিয়ে সম্মানিত করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, অজিত এগ্রিগেটে প্রথম হয়েছিলেন৷ কিন্তু কোর্সের শেষ বছরে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন সাওয়াই সিং৷ সেই কারণেই তাঁকে সোনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অজিত৷ নিজেকে ঠিক প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হন তিনি৷

১৯৭৫ সালে বিকানেরের সিভিল আদালতে প্রথমে আবেদন জানিয়েছিলেন তিনি৷ তাঁর আর্জি গৃহীত হয়েছিল৷ তবে বাধ সাধলেন সাওয়াই সিং৷ প্রাক্তন আইএএস অফিসারের বিরুদ্ধে তিনিও মামলা ঠুঁকে দেন৷ মামলা গড়ায় হাই কোর্ট পর্যন্ত৷ দীর্ঘ টানাপোড়েনের পর অজিত সিংয়ের পক্ষে রায় দেয় রাজস্থান হাই কোর্ট৷ আদালতের রায় ঘোষণার পরই সোনার পদক ও শংসাপত্র দিয়ে তাঁকে সম্মান জানায় বিশ্ববিদ্যালয়৷ প্রায় পাঁচ দশক পর নিজের যোগ্যতার মর্যাদা পাওয়ায় খুশি ৮১ বছরের বৃদ্ধ৷

The post পাঁচ দশকের লড়াই শেষ, সোনা এল প্রাক্তন আমলার ঝুলিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement