shono
Advertisement

IND vs SL: শ্রীলঙ্কা সিরিজের আগে বেসামাল ভারতীয় ড্রেসিংরুম, এবার ছিটকে গেলেন সূর্যকুমার যাদব!

কে হবেন তাঁর বিকল্প?
Posted: 09:16 AM Feb 23, 2022Updated: 09:25 AM Feb 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির। মঙ্গলবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে জানানো হয়েছিল, চোটের কারণে খেলতে পারবেন না পেসার দীপক চাহার (Deepak Chahar)। আর এবার শোনা যাচ্ছে, সিরিজ থেকে ছিটকে গেলেন মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবও। স্বাভাবিক ভাবেই সিরিজ নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় দলের ড্রেসিংরুমে।

Advertisement

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নজর কেড়েছিলেন সূর্যকুমার (Suryakumar Yadav)। মিডল অর্ডারে দলের আস্থা অর্জন করতে সফল তিনি। কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে তাঁকে পাওয়া যাবে না। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি-২০ সিরিজের প্রথম ম্যাচের জন্য দলের সঙ্গে লখনউয়ে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার। কিন্তু হাতে চোট পাওয়ায় তিনি নাকি আর খেলার মতো পরিস্থিতিতে নেই। ফলে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে ভরসাযোগ্য এক ব্যাটারকে পাবেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে প্রথম পছন্দ হতে পারেন শ্রেয়স আইয়ার। তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে দীপক হুডারও।

[আরও পড়ুন: কোন সাংবাদিক পাঠিয়েছিলেন ‘হুমকি’ ভরা মেসেজ? মুখ খুললেন ঋদ্ধিমান সাহা]

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার। দ্বিতীয় ম্যাচে রান না পেলেও (৮) তৃতীয় তথা শেষ ম্যাচে ৩১ বলে ৬৫ রানের সুন্দর ইনিংস খেলেছিলেন তিনি। ফলে তাঁকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতির।

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনিতেই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) এবং ঋষভ পন্থকে। বায়োবাবলে থেকে লাগাতার ম্যাচ খেলছিলেন তাঁরা। সেই কারণেই তাঁদের বিশ্রামের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তাছাড়া এই সিরিজে নেই ভারতীয় ওপেনার কেএল রাহুলও। চোটের জন্য ছিটকে গিয়েছেন চাহার। পেসার হিসেবে খেলবেন জশপ্রীত বুমরাহ। আর এবার সূর্যকুমারকেও পাচ্ছে না দল। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে রোহিত শর্মা।

[আরও পড়ুন: মানবিক উদ্যোগ, বিরল রোগে আক্রান্ত কিশোরকে আর্থিক সাহায্য কেএল রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement