এ যেন রূপকথার বাগদান। অভিনেত্রী অদ্রিজা রায়ের আংটিবদলের ছবি প্রকাশ্যে আসার পর দেখা গেল অভিনেত্রীর স্বপ্নের সেই মুহূর্তগুলি। ২৫ জানুয়ারি ভালোবাসার মানুষ ভিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। বাগদানের ট্র্যাডিশনাল লুকের ছবি আগেই ভাগ করে নিয়েছিলেন অদ্রিজা। এবার নিজের সোশাল মিডিয়ায় তাঁর আংটিবদলের একগুচ্ছ ছবি ভাগ করলেন অভিনেত্রী। একেবারে অন্য সাজে সেখানে দেখা যাচ্ছে অদ্রিজাকে।
অদ্রিজার নতুন পোস্টে দেখা যাচ্ছে ভিগ্নেশের সঙ্গে আংটি বদল সারতে। ওয়েস্টার্ন আউটফিটেই এই মুহূর্তটির জন্য সেজেছিলেন তাঁরা। অদ্রিজা পরেছিলেন প্যাস্টেল শেডের গাউন। সঙ্গে মিনিমাল গয়না, হেয়ারস্টাইল ও মেকআপে অদ্রিজাকে লাগছিল বরাবরের মতোই সুন্দরী। অন্যদিকে ভিগ্নেশ পরেছিলেন ওয়াইন রঙের ব্লেজার ও ট্রাউজার্স। এদিনটা নিয়ে তাঁরা ঠিক কতটা খুশি দু'জনের মুখের চওড়া হাসিই যেন তা বলে দিচ্ছে। গোলাপের পাপড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে ভেন্যুতে এন্ট্রি নেন অদ্রিজা ও তাঁর হবু স্বামী। হাঁটু মুড়ে বসে অদ্রিজাকে হিরের আংটি পরান ভিগ্নেশ। তাঁদের ভালোবাসায় মাখামাখি ছবিই এদিনের সাক্ষ্য বহন করছে। এদিনের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অদ্রিজা লিখেছেন, 'আমরা', সঙ্গে উল্লেখ করেছেন তারিখ ২৫ জানুয়ারি। এখনও দিনক্ষণ না ঘোষণা করলেও শোনা যাচ্ছে খুব শিগগিরি নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা দু'জন।
এর আগে বাগদানের আসর থেকে অভিনেত্রীর দক্ষিণী পোশাকের সাজ প্রকাশ্যে এসেছিল। দক্ষিণ ভারতীয় পাত্রের সঙ্গে চারহাত এক হচ্ছে তাই এই সাজ তো মাস্ট। লাল কাঞ্জিভরম, ভারী গয়না ও ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় হেয়ারস্টাইলে অদ্রিজা যেন অপরূপা। ভিগ্নেশ পরেছিলেন তুঁতে রঙের পাঞ্জাবি ও দক্ষিণী স্টাইলে ধুতি। উল্লেখ্য, কর্মসূত্রে বছর দুয়েক ধরেই অদ্রিজা রায় মুম্বইয়ের বাসিন্দা। বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মুম্বইতে বর্তমানে চুটিয়ে কাজ করছেন। 'অনুপমা' সিরিয়ালের সুবাদে হিন্দি টেলিদর্শকমহলের কাছে তিনি অবশ্য 'রাহি' বলেই পরিচিত।
