চলতি সপ্তাহে বৃহস্পতিবারের বদলে শুক্রবার এল বাংলা ধারাবাহিকের টিআরপি রেটিং। আর এই সপ্তাহের রিপোর্ট কার্ড হাতে আসার পরই দেখা গেল প্রথম স্থানে একইভাবে জয়ের হাসি হেসেছে 'পরশুরাম আজকের নায়ক'। তবে এই সপ্তাহে বেশ কিছু সিরিয়ালের নম্বরপ্রাপ্তিতে খানিক হেরফের ঘটেছে। বেশ কিছু ধারাবাহিক ভালো ফল করছে। কোন ধারাবাহিক রয়েছে কোন স্থানে? কত নম্বর পেয়েছে? জেনে নিন।
এই সপ্তাহেও 'পরশুরাম' প্রথমস্থান দখল করলেও তৃণা ও ইন্দ্রজিতের ধারাবাহিকের নম্বর যে বেশ কমেছে তা বলাই বাহুল্য। এই সপ্তাহে যা পেয়েছে ৬.৯ রেটিং। কয়েক সপ্তাহের খানিক ভরাডুবির পর এবার ফের দ্বিতীয়স্থানে উঠে এসেছে 'পরিণীতা'। রায়ান-পারুলের রসায়ন এই সপ্তাহে ৬.৮ রেটিং নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। এই সপ্তাহে তৃতীয়স্থানে রয়েছে স্বস্তিকার ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি, এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। এই সপ্তাহে 'পরশুরামের' ঘাড়ে যে এই দুই ধারাবাহিক রীতিমতো নিশ্বাস ফেলছে তা একেবারেই অস্বীকার করা যায় না। গত সপ্তাহ থেকে টিআরপি তালিকায় একটু একটু করে জায়গা তৈরি করা শুরু করেছে পল্লবী ও বিশ্বরূপের নতুন ধারাবাহিক, 'তারে ধরি ধরি মনে করি'। একই সঙ্গে এই স্থানে রয়েছে কিছু সপ্তাহ আগে ট্রোলের মুখে পড়া 'রাঙামতী তীরন্দাজ'। যৌথভাবে ৬.৩ রেটিং নিয়ে এই দুই ধারাবাহিক রয়েছে চতুর্থস্থানে। পঞ্চমস্থানে রয়েছে ৬.২ রেটিং নিয়ে 'ও মোর দরদিয়া'।
'পরশুরাম আজকের নায়ক' সিরিয়ালে তৃণা ও ইন্দ্রজিৎ। ছবি: সোশাল মিডিয়া
এই সপ্তাহে টিআরপি তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে একসঙ্গে তিন-তিনটি ধারাবাহিক। রয়েছে 'বেশ করেছি প্রেম করেছি', 'আমাদের দাদামণি' ও 'জোয়ার ভাঁটা', এই সপ্তাহে এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। একটু একটু করে প্রাপ্ত নম্বর বাড়ছে জীতু-শিরিনের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার।' তাহলে কি ফের হৃত গৌরব পুনরুদ্ধারের পথে হাটছে এই ধারাবাহিক? তা যদিও সময় বলবে, এই সপ্তাহে এই ধারাবাহিক রয়েছে সপ্তমস্থানে। তবে এই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৫.৬। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে একেবারেই এঁটে উঠতে পারছে না 'কমলিনী-স্বতন্ত্র'-এর ধারাবাহিক 'চিরসখা'। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৫.৪ রেটিং, রয়েছে অষ্টমস্থানে। এই সপ্তাহে নবমস্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি', পেয়েছে ৫.২ রেটিং। ৪.৯ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে 'তুই আমার হিরো'।
জীতু ও শিরিন। ছবি: সোশাল মিডিয়া
উল্লেখ্য, এই সপ্তাহে সেরা দশ থেকে ছিটকে গিয়েছে 'কনে দেখা আলো'। অন্যদিকে তালিকার শেষে থাকলেও সেরা দশে জায়গা করে নিয়েছে 'তুই আমার হিরো'। একইভাবে প্রথমস্থানে 'পরশুরাম' থাকলেও তার নম্বর বেশ কমেছে। অন্যদিকে হাডদাহাড্ডি লড়াইয়ে এই সপ্তাহে এগিয়ে গিয়েছে বেশ কিছু ধারাবাহিক। অন্যদিকে কিছু ধারবাহিকের নম্বর বেশ কমেছে।
