৪ বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী মানালি মনীষা দে। একইসঙ্গে স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরীও। এককথায় একে যেন বলা যায় জোড়া 'ঘর ওয়াপসি'। স্টুডিওপাড়ায় কান পাতলে এমন গুঞ্জনই আপাতত শোনা যাচ্ছে। কোন ধারাবাহিকে, কোন চরিত্রে দেখা যাবে তাঁদের?
শোনা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিক 'সংসারে সংকীর্তণ'-এ এবার জুটি হিসেবে দেখা যাবে মানালি (Manali Manisha Dey) ও সব্যসাচীকে (Sabyasachi Chowdhury)। মুখ্য ভূমিকায় থাকবেন তাঁরা। উল্লেখ্য, 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকেও বরাবরের মতোই মানালি সকলের কাছে ঘরের মেয়ে ইমেজ ধরে রেখে ছিলেন। অন্যদিকে ঐন্দ্রিলার মৃত্যুর পর 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে অভিনয় শেষে নিজেকে অভিনয় থেকে বেশ কিছু বছর দূরে রেখেছিলেন সব্যসাচী। এবার দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন তিনি। আর নতুন এই জুটিকে দেখার অপেক্ষায় ছোটপর্দার দর্শক অপেক্ষার প্রহর গুনছেন।
বলে রাখা ভালো মানালির অভিনয়ের জার্নি শুরু স্টার জলসার হাত ধরেই। 'বউ কথা কও' ধারাবাহিকে 'মৌরি' চরিত্রে প্রথম ধারাবাহিকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। শেষ চার বছর আগে স্টার জলসার 'ধুলোকণা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। পরবর্তীকালে জি বাংলার পর্দায় অভিনেত্রীকে দেখা গিয়েছিল মানালিকে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে চার বছর পর স্টার জলসার নতুন ধারাবাহিকে এবার দেখা যাবে মানালিকে। অন্যদিকে ধারাবাহিকের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি হতে চলেছে পুরোদস্তুর পারিবারিক গল্প। যদিও এই নিয়ে এখন কিছুই খোলসা করেননি মানালি ও সব্যসাচী।
