shono
Advertisement
Rubina Dilaik

যমজ সন্তান থাকতে ৩৮-এ ফের অন্তঃসত্ত্বা 'ছোটি বহু' রুবিনা! 'পাবলিসিটি স্টান্ট?', প্রশ্ন বিস্মিত অঙ্কিতার

'ছোটি বহু'র এক পোস্টে সরগরম নেটভুবন!
Published By: Sandipta BhanjaPosted: 02:50 PM Jan 30, 2026Updated: 03:58 PM Jan 30, 2026

তেইশ সালে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এবার নাকি ফের মা হতে চলেছেন রুবিনা দিলাইক। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সেখবর দিতেই সিনেপাড়া থেকে নেটভুবনের চর্চায় 'ছোটি বহু'। কোনওরকম রাখঢাক না করেই ৩৮ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, "আমি গর্ভবতী।" ব্যস, তারপর থেকেই কৌতূহল শুরু, আদৌ খবর সত্যি নাকি এটা পাবলিসিটি স্টান্ট? খোদ রুবিনার সহকর্মী তথা জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডেও সন্দেহপ্রকাশ করে জল্পনা উসকে দিয়েছেন।

Advertisement

রুবিনার (Rubina Dilaik) ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীমহলের কৌতূহল, নতুন কোনও কাজের খবর দিতেই কি এহেন প্রচার কৌশলীর পথে হাঁটলেন 'ছোটি বহু'? যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছাড়া ওই ভিডিওতে আর একটি শব্দও খরচ করেননি অভিনেত্রী। শুধু তাই নয়, যে অভিনেত্রী অহর্নিশি স্বামী সোহাগের মুহূর্ত ভাগ করে নেন নেটপাড়ায়, সেই তিনিই কিনা সন্তান হওয়ার সুখবরে স্বামী অভিনব শুক্লাকে ট্যাগ করলেন না? বিষয়টি নজর এড়ায়নি অনুরাগীদের। আর সেখান থেকেই 'পাবলিসিটি স্টান্ট'-এর জল্পনার সূত্রপাত। কেউ প্রশ্ন ছুড়লেন, 'খবরটা সত্যি না মিথ্যা?' আবার কারও প্রশ্ন, 'রুবিনার কি নতুন কোনও কাজ আসছে?' সবমিলিয়ে 'ছোটি বহু'র অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণায় দ্বিধাবিভক্ত অনুরাগীমহল।

রুবিনা দিলাইক, ছবি- সোশাল মিডিয়া

সত্যিটা জানতে অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হয় বলিউডের এক সংবাদমাধ্যমের তরফে। কারণ তাঁরা একে-অপরের দারুণ বন্ধু। ঘরে যমজ সন্তান থাকতে আবারও আটত্রিশের সহ-অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে আঁতকে উঠেছেন বান্ধবী অঙ্কিতাও! তিনি বলছেন, আমি নিশ্চিত যে, ওর নতুন কোনও শো আসছে। কিন্তু এটা তো ভীষণই স্পর্শকাতর বিষয়। ওরা এরকম পোস্ট করবেই বা কেন? তবে রুবিনা যদি সত্যি অন্তঃসত্ত্বা হয়ে থাকে, তাহলে ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। উল্লেখ্য, তেইশ সালে বোল্ড প্রেগন্যান্সি ফটোশুটে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছিলেন রুবিনা দিলাইক। স্ফীতোদর নিয়ে 'ছোটি বহু'র খোলামেলা অবতার অনেকেই পছন্দ করেননি। শুধু তাই নয়, মাসখানেক মা হওয়ার খবরও লুকিয়ে রেখেছিলেন। এবার সেই অভিনেত্রীই কিনা উপযাচক হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন! কিছুতেই বিশ্বাস করতে পারছেনা বন্ধু অঙ্কিতা-সহ রুবিনার ভক্তমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement