shono
Advertisement

সুন্দর চুল চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি অবশ্যই করুন

রইল টিপস৷ The post সুন্দর চুল চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি অবশ্যই করুন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Sep 06, 2018Updated: 09:01 PM Sep 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হতে হবে৷ কিন্তু তার আগে কী আর কম কাজ! পোশাক, মানানসই মেক-আপ তো নয় হল৷ কিন্তু চুল? কম সময়ে সামান্য পরিশ্রমে কীভাবে ম্যানেজ করবেন চুলকে? সেই চিন্তা থাকে অনেকেরই৷ তাই আপনার জন্য রইল কিছু টিপস৷ ঘুমোতে যাওয়ার আগে এই টিপসগুলি মেনে চললে চুল নিয়ে আর চুলোচুলি করতে হবে না আপনাকে৷

Advertisement

[সঠিক মেক-আপ করতে চাইলে এই ভুলগুলি এড়িয়ে চলুন]

জানেন কি, আপনার বালিশও চুলকে অনুজ্জ্বল ও দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট৷ তাই প্রথমেই আপনার মাথার বালিশের কভার বদল করুন৷ সুতির বদলে ব্যবহার করুন সিল্কের কভার৷ সিল্কের কভারই আপনার চুলকে রাখতে পারে উজ্জ্বল৷ এমনকী, ত্বকের ঔজ্জ্বল্য ও বলিরেখা রোধেও উপকার দিতে পারে এই পন্থা৷

[ফ্যাশন নিয়ে সচেতন ছোটরাও, জেনে নিন ওদের জন্য পুজোয় কী কিনবেন]

ঘুম ভেঙেই ঢেউ খেলানো একরাশ চুল দেখতে চান? প্রথমে আপনার চুল দিয়ে হাত খোঁপা তৈরির চেষ্টা করুন৷ এবার উঁচুতে বেঁধে নিন ওই চুল৷ এবার ঘুমিয়ে পড়ুন৷ সকালে ঘুম থেকে উঠে চুল খুললেই অবাক হয়ে যাবেন আপনি৷ অফিসে বেরোনোর আগে হেয়ার সিরাম স্প্রে করে বেরিয়ে পড়ুন৷ দেখবেন, চুলের জন্য প্রশংসা পাবেন নিশ্চয়৷

[ওজন বাড়াতে নয়, কমাতে সাহায্য করে ঘি!]

আপনার চুলেরও পুষ্টির প্রয়োজন৷ কিন্তু অফিস যাওয়ার হাজারও ব্যস্ততায় চুলের যত্ন নেওয়ার সময়ই পান না তাই তো? চিন্তা নেই৷ বরং রাতে ঘুমোতে যাওয়ার আগে ডিম ও আমন্ড অয়েলের মিশ্রণ চুলে লাগিয়ে নিন৷ একটি মাস্ক পরে ঘুমিয়ে পড়ুন৷ সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিন৷ কয়েক সপ্তাহের মধ্যে তফাতটি নিজের চোখেই দেখতে পাবেন আপনি৷  

[মুক্তোর মতো সাদা দাঁত পেতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা]

ভিজে চুলে ঘুমানোর কথা ভুলেও ভাববেন না৷ অফিস থেকে ফিরে চুল ভিজিয়ে স্নান করার অভ্যাস থাকলে, এখনই তা বদলে ফেলুন৷ তাতে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি৷ রাতে একান্তই স্নান করতে হলে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু৷

The post সুন্দর চুল চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি অবশ্যই করুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement