Advertisement
প্রতিবাদের মঞ্চ হয়ে উঠল বড় ম্যাচের যুবভারতী, ফেডারেশনকে তোপ ইস্ট-মোহন সমর্থকদের
সুমিত পাসির আত্মঘাতী গোলেই হারতে হয় ইস্টবেঙ্গলকে।
করোনা কাল কাটিয়ে প্রায় আড়াই বছর পর যুবভারতীতে ফিরেছে বড় ম্যাচ। স্বাভাবিক ভাবেই ইস্ট-মোহন ডার্বি ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে।
ম্যাচ শুরুর অনেক আগে থেকেই যুবভারতীতে ভিড় জমাতে শুরু করেন দুই দলের সমর্থকরা। তবে দিনের শেষে হাসি মুখে বাড়ি ফিরলেন সবুজ-মেরুন ভক্তরাই।
মোহনবাগান নামের পাশ থেকে এটিকে মুছে ফেলার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন সবুজ-মেরুন সমর্থকরা। তা নিয়ে ডার্বির দিনও প্রতিপক্ষের কটাক্ষ শুনতে হল তাঁদের।
Published By: Sulaya SinghaPosted: 10:31 PM Aug 28, 2022Updated: 10:31 PM Aug 28, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
