Advertisement
২ বছর পর আঁটসাঁট নিরাপত্তায় শুরু অমরনাথ যাত্রা, তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে
অমরনাথ দর্শনে প্রথম পর্যায়ে যাত্রা করলেন ২৭৫০ জন তীর্থযাত্রী।
দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার ৩০ জুন শুরু হল অমরনাথ যাত্রা। চন্দনওয়ারি এবং বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের প্রথম দল।
কোভিডের কারণে গত দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তাই এবারের অমরনাথ যাত্রা ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল দেখার মতো।
তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জম্মু ও কাশ্মীর জুড়ে যানবাহন তল্লাশি চলছে। জম্মুর বেস ক্যাম্পে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত জওয়ান।
যাত্রার প্রাক্কালে বুধবার ভোরে তীর্থযাত্রীদের প্রথম ব্যাচকে পতাকা নেড়ে অমরনাথের উদ্দেশে রওনা করান জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
অমরনাথ দর্শনে প্রথম পর্যায়ে যাত্রা শুরু করেন ২৭৫০ জন তীর্থযাত্রী। প্রতিবারের মতো এবারও তিনদিনের যাত্রা। শেষনাগ ও পঞ্চতরণীতে দু'রাত কাটবেন পুণ্যার্থীরা।
Published By: Kishore GhoshPosted: 12:46 PM Jun 30, 2022Updated: 02:33 PM Jun 30, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
