Advertisement
আইপিএলে মুম্বইয়ের জয়ে দেদার সেলিব্রেশন কোহলিদের, দেখুন আরসিবির অন্দরমহলের ছবি
বুধবারের ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নামছেন কোহলিরা।
শনিবার আইপিএলে অঘটন ঘটিয়ে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয়ে বড় ভূমিকা ছিল টিম ডেভিড, জসপ্রীত বুমরাহদের।
মুম্বইয়ের জয়ে ভাগ্য খুলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দিল্লি হেরে যাওয়ায় চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠে গিয়েছে আরসিবি।
এই নিয়ে টানা তিন মরশুম আইপিএলের প্লে-অফে খেলল আরসিবি। স্বাভাবিকভাবেই উছ্বাস চোখে পড়ল বেঙ্গালুরুর তারকাদের মধ্যে।
হোটেলের ঘরেই রোনাল্ডোর মতো সেলিব্রেশন করতে দেখা গেল বিরাট কোহলিকে। সদ্যই ফর্মে ফিরেছেন তিনি। প্লে-অফের ম্যাচেও তাঁর কাছে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবেন সমর্থকরা।
Published By: Subhajit MandalPosted: 12:17 PM May 22, 2022Updated: 12:17 PM May 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
