Advertisement
ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের এই জেলাগুলি
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
ওড়িশা উপকুলে সুস্পষ্ট নিম্নচাপের জের। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস।
বুধবার সকাল থেকেই, মেঘলা রাজ্যের বিভিন্ন প্রান্ত। সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তবে উপকূলবর্তী জেলাগুলি ছাড়া অন্যত্র ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গও ভিজবে বৃষ্টিতে।
সকাল থেকে মুখভার কলকাতার আকাশেরও। কলকাতার বিভিন্ন প্রান্তও ভিজেছে দু-এক পশলা বৃষ্টিতে। তবে মাঝে মধ্যে দেখা মিলছে রোদেরও।
ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে। তাই হাওয়া অফিসের তরফে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 10:32 AM Jul 13, 2022Updated: 05:00 PM Jul 13, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
