Advertisement
মোহনবাগান দিবসে প্রকাশিত হল সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী, উপস্থিত সুনীল ছেত্রী, দেখুন গ্যালারি
শ্বশুর সুব্রতর চেয়ে কোচ সুব্রতকে এগিয়ে রাখব, বললেন সুনীল।
মোহনবাগান দিবসে প্রকাশিত হল সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী 'ষোলো আনা বাবলু'। অনুষ্ঠানে আলো করে রইলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী।
সুনীল ছেত্রীর পাশাপাশি, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও আইএফএ-র কর্তারাও ছিলেন। তেমনই সুব্রত ভট্টাচার্যর সতীর্থ তথা বাংলা ফুটবলের দিকপালরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার। ছিলেন কুণাল ঘোষ, সুজিত বসু ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা।
শ্বশুরের বইপ্রকাশ অনুষ্ঠানে এসে শ্বশুর সুব্রত ভট্টাচার্যের থেকে কোচ সুব্রত ভট্টাচার্যকে এগিয়ে রাখলেন সুনীল ছেত্রী। সুনীল বলেন, "আমার প্রথম পছন্দ কোচ বাবলু দা। কেরিয়ারের শুরুতে এই মাঠেই উনি আমাকে সুযোগ দিয়েছিলেন।'
এ বছর মোহনবাগান দিবসের অনুষ্ঠান দু'দিন ধরে পালনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের কর্মসমিতি। মূল অনুষ্ঠানটি হবে রবিবার। তার আগে এদিন ক্লাবে রীতি মেনে প্রাক্তনদের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
হুইলচেয়ারে বসেই এদিন ক্লাব চত্বরে যান সভাপতি টুটু বসু। সুনীল ছেত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেও দেখা যায় তাঁকে।
Published By: Subhajit MandalPosted: 08:47 PM Jul 29, 2023Updated: 08:47 PM Jul 29, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
