Advertisement
তৃতীয় দফায় ভোটদান প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর, দেখে নিন গণতন্ত্রের উৎসবের নানা মুহূর্ত
সকাল সকাল অমিত শাহকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে যান মোদি।
মঙ্গলবার, তৃতীয় দফায় গণতন্ত্রের উৎসবে শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন গান্ধীনগর কেন্দ্রের ভোটার মোদি। ছবি: পিটিআই
এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হতেই ভোটকেন্দ্রে মোদির সঙ্গে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহও। ছবি: পিটিআই
তৃতীয় দফায় কর্নাটকের কালাবুরাগীরের ভোটকেন্দ্রে ভোট দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সঙ্গে ছিলেন স্ত্রী রাধাবাই খাড়গে। ছবি: পিটিআই
গণতন্ত্রের উৎসবে শামিল হলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কামরূপে পরিবারকে সঙ্গে ভোটে দিলেন তিনি। সকলের সঙ্গে মিলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ছবি: পিটিআই
তৃতীয় দফার নির্বাচনে ধরা পড়েছে অন্য ছবিও। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাতরাসে বিশেষভাবে সক্ষম মেয়েকে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে আসেন রাট রানি নামে এক মহিলা। ২৭ বছরের মেয়ে কমলাকে নিয়েই ভোট দেন তিনি। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের বারেলিতে গণতন্ত্রের বৃহৎ উৎসবে শামিল হলেন মুসলিম মহিলারাও। মঙ্গলবার ভোটদান করেন তাঁরা। ছবি: পিটিআই
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:29 PM May 07, 2024Updated: 08:56 PM May 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
