Advertisement
শহর থেকে দূরে, কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নয়না-সুদীপ
রাজনীতি থেকে দূরে একান্তে সময় কাটাচ্ছেন দুজনে।
বাংলার দাবদাহ থেকে দূরে। কাশ্মীরে সময় কাটাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
দেশের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তাঁদের সঙ্গেও দেখা করলেন বাংলার বিধায়ক। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
শহর থেকে দূরে। রাজনীতির কচকচানি থাক। ভূস্বর্গে কাশ্মীরে একান্তে সুদীপ-নয়না। সৌজন্য: নয়না বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক।
Published By: Paramita PaulPosted: 03:46 PM Apr 28, 2022Updated: 05:37 PM Apr 28, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
