Advertisement
নুসরতের পর ইডির তলব করা কে এই রূপলেখা? টলিউডের কতটা গভীরে শিকড় এই নায়িকার?
ইডির তলবের পরই বিস্ফোরক দাবি নায়িকার।
বুধবার সকাল থেকেই সংবাদের শিরোনামে রূপলেখা মিত্র। নুসরত জাহানের পাশাপাশি ওই বিতর্কিত কোম্পানির সহ-ডিরেক্টর হওয়াই কি কাল 'বেনামি' এই নায়িকার?
নুসরত জাহানের পর আরও এক অভিনেত্রীর নাম ফ্ল্যাট দুর্নীতি মামলায়। তিনি রূপলেখা মিত্র। উত্তর কলকাতার মেয়ে। পড়়াশোনাও বাগবাজার মাল্টিপারপাস স্কুলে। স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অভিনয়জগতে শিকে ছেঁড়ে বছর বারো আগে।
'সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে যে সংস্থার ফ্ল্যাট প্রতারণায় মামলায় অভিযুক্ত, সেই কোম্পানিতে নুসরত জাহান ও রাকেশ সিংয়ের পাশাপাশি অন্যতম ডিরেক্টর ছিলেন রূপলেখা মিত্র। ইডি সূত্রে এমনটাই খবর।
ফিল্মি কেরিয়ারে মাত্র ৩টি ছবি। 'কলি', 'এগারো', 'ইচ্ছে'র মতো ছবিতে অভিনয় করেছেন রূপলেখা মিত্র। সেই অভিনেত্রীকেই বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি।
টলিউডের কতটা গভীরে শিকড় নায়িকার? বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে তেমন একটা পরিচিত মুখ নন রূপলেখা। যদিও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পরিচিতিনামায় অভিনেত্রী শব্দটির উল্লেখ রয়েছে।
২০১৪ সালে 'কলি' নামে তারকাখচিত এই ছবিতে অভিনয় করেন রূপলেখা মিত্র। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন হীরক দাস। এই ছবিতে রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়দের মতো টলিপাড়ার বহু জনপ্রিয় মুখদের দেখা গিয়েছিল।
তার আগে বাংলা স্পোর্টস ড্রামা 'এগারো' ছবিতেও অভিনয় করেছেন রূপলেখা মিত্র। সেই ছবিতেও হীরক দাসের বিপরীতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, রূপলেখার কেরিয়ারে সবথেকে ভাল মাইলেজ পাওয়া ছবি 'ইচ্ছে'।
টলিপাড়ার জনপ্রিয় প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর জনপ্রিয় সিনেমা 'ইচ্ছে' ছবিতে দেখা গিয়েছিল রূপলেখার মুখ। যদিও খুব ছোট্ট চরিত্রে। অভিনেত্রীকে ইডি তলব করার পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছে, অনেক বছর আগে কাজ করেছেন রূপলেখার সঙ্গে। এখন ততটা ওর সম্পর্কে কিছু মনে নেই।
Published By: Sandipta BhanjaPosted: 05:00 PM Sep 06, 2023Updated: 05:00 PM Sep 06, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
