shono
Advertisement

ফ্রান্সে জঙ্গি হানার তীব্র নিন্দায় জাকির নায়েক

প্রয়োজনে যে কোনও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিতর্কিত এই ইসলাম প্রচারক৷ The post ফ্রান্সে জঙ্গি হানার তীব্র নিন্দায় জাকির নায়েক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Jul 15, 2016Updated: 01:12 PM Jul 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “গত ২৫ বছর ধরে বক্তৃতা দিচ্ছি, কিন্তু কোনও বক্তৃতাতেই সন্ত্রাসে উৎসাহ দিইনি৷” শুক্রবার স্কাইপ মারফত এক ভিডিও কনফারেন্সে এমনটাই বক্তব্য জাকির নায়েকের৷

Advertisement

ফ্রান্সের নিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, “নিরীহ মানুষকে হত্যা কখনই সমর্থনযোগ্য নয়৷” তাঁর বক্তব্য নানাভাবে বিকৃত করেছে একাংশের সংবাদমাধ্যম, অভিযোগ নায়েকের৷ মিডিয়ার তোলা সমস্ত অভিযোগ খারিজ করে স্বপক্ষে যুক্তি সম্বলিত একটি পেন ড্রাইভও সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

(ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত অন্তত ৮০)

হাফিজের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে জাকির আজ বলেন, “আমি জ্ঞানত কোনও জঙ্গির সঙ্গে মেলামেশা করিনি৷ কিন্তু কেউ যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তোলে তাহলে আমার কিছু করার নেই৷” কোনও ভারতীয় গোয়েন্দা সংস্থা বা পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলেও আজ জানিয়েছেন নায়েক৷ তবে প্রয়োজনে যে কোনও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিতর্কিত এই ইসলাম প্রচারক৷

(ভারত-বাংলাদেশে বন্ধ পিস টিভির সম্প্রচার!)

The post ফ্রান্সে জঙ্গি হানার তীব্র নিন্দায় জাকির নায়েক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement