Advertisement
'প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসব', হুঙ্কার মমতার
ডিএ আন্দোলনকারীদেরও তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।
ধরনা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তিনি বলেন, "জয়ললিতাও তো ধরনায় বসেছিলেন। আমিও তো আগে ধরনায় বসেছি। রাজীব কুমারের পিছনে যখন সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছিল তখনও তো ধরনায় বসেছিলাম। প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনায় বসব। সে হিম্মত আমার আছে। আমি তো জন প্রতিনিধি।"
Published By: Sayani SenPosted: 08:03 PM Mar 29, 2023Updated: 08:03 PM Mar 29, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
