সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। ২৪ ঘণ্টার মধ্যে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, "নিজেকে বাঁচাও।" এবার ট্রাম্পকে তুলোধনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে পেত্রো বলেন, তিনি মাদক পাচারকারি নন।
ট্রাম্পের অভিযোগগুলো নস্যাৎ করে পেত্রো বলেন, "আদালতের রেকর্ডে আমার নাম নেই।" এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, 'মিস্টার ট্রাম্প, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করুন।' তিনি আরও লেখেন, 'আপনি এমনভাবে একজন ল্যাটিন আমেরিকান প্রেসিডেন্টকে হুমকি দিতে পারেন না যিনি প্রথমে সশস্ত্র সংগ্রাম এবং তারপর কলম্বিয়ার জনগণের শান্তির লড়াইয়ের মধ্য থেকে উঠে এসেছেন।'
দক্ষিণ আমেরিকায় ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন পেত্রো। ওয়াশিংটনের বিরুদ্ধে 'আইনি ভিত্তি ছাড়াই" মাদুরোকে অপহরণ করার অভিযোগ করেছেন তিনি। রবিবার এক্স-এ একটি পোস্টে পেত্রো লেখেন, 'বন্ধুরা বোমা হামলা করে না।'
কলম্বিয়ার বিদেশ মন্ত্রক মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে 'অগ্রহণযোগ্য হস্তক্ষেপ' বলেছে। আমেরিকার কাছে আর বেশি 'সম্মান' দাবি করেছে কলম্বিয়া। এই অঞ্চলে আমেরিকা এবং কলম্বিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক থাক্লেও সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে সমস্যা বেড়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই দুই রাষ্ট্রপ্রধান অভিবাসন নীতি এবং শুল্ক প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছেন।
মাদক পাচার রুখতে এবং মাদকবাহী জাহাজগুলি ধ্বংস করতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়নের নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন গুস্তাভো। এখনেই শেষ নয়, সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, কলম্বিয়ার মাদক উৎপাদন কেন্দ্র এবং পরীক্ষাগারগুলিতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুস্তাভোকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। তাঁর দাবি, কলম্বিয়ার প্রেসিডেন্ট মাদক তৈরি করছেন এবং তা আমেরিকায় সরবরাহ করছেন।
