shono
Advertisement
Donald Trump

হাতে কালশিটে, অসুস্থতা ঢাকতে চড়া মেকআপ? দাবি উড়িয়ে কী জানালেন ট্রাম্প?

গত মাসের শুরুতেও ট্রাম্পের ডান হাতে কালশিটে দেখা গিয়েছিল।
Published By: Subhodeep MullickPosted: 03:52 PM Jan 03, 2026Updated: 04:31 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় দেখা যায়, ট্রাম্পের হাতের একটা বড় অংশ ফ্যাটফ্যাটে সাদা। সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ফের গুঞ্জন তৈরি হয়। একাংশ দাবি করেন, ট্রাম্প অসুস্থ। রোগের কারণে তাঁর হাতে কালশিটে পড়ে গিয়েছে। তা লুকাতেই চড়া মেকআপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু অসুস্থতার সেই দাবি এবার খারিজ করলেন স্বয়ং ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ।

Advertisement

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন ট্রাম্প। সেই সময় তাঁর হাতের সাদা অংশ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এই নিয়ে পঁচিশবার আমার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। আমি সম্পূর্ণ সুস্থ। আমাকে নিয়মিত অ্যাসপিরিন খেতে হয়। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতে হাতে কালশিটে পড়ে যায়। অ্যাসপিরিন রক্ত পাতলা রাখতে ব্যবহিৃত হয়। আমি চাই না যে আমার হৃদপিণ্ড দিয়ে ঘন রক্ত প্রবাহিত হোক। হৃদপিণ্ডের কোনও ক্ষতি চাই না আমি।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “যখন আমার হাতে কালশিটে পড়ে যায়, তখন আমি মেকআপ করি বা হাতে ব্যান্ডেজ বাঁধি।” তবে তাঁর দাবি, সম্প্রতি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে হাত মেলাতে গিয়ে তাঁর হাতে ক্ষত তৈরি হয়েছে। বন্ডির হাতের আঙটিতে মার্কিন প্রসিডেন্ট আঘাত পান। তাই জন্যই তিনি হাতে ব্যান্ডেজ করেছেন।

উল্লেখ্য, ডিসেম্বর মাসের শুরুতেও ট্রাম্পের ডান হাতে কালশিটে দেখা গিয়েছিল। মেকআপ করে ঢেকে রাখা সত্ত্বেও কালশিটের দাগ লুকোয়নি। পরে হাতের ওই অংশে ব্যান্ডেজও করা হয়। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পকে বিভিন্ন মানুষের সঙ্গে করমর্দন করতে হয়। সারা দিনে এত মানুষের সঙ্গে হাত মেলানোর কারণেই ডান হাতে কালশিটে পড়ে গিয়েছে। সেই কারণেই ব্যান্ডেজ লাগানো হয়েছে। মুখপাত্রের সংযোজন, “ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত অ্যাসপিরিন খেতে হয়। ওই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এই ভাবে কালশিটে পড়তে পারে।" সেই বিষয়টিতেই এবার সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সেই সময় দেখা যায়, ট্রাম্পের হাতের একটা বড় অংশ ফ্যাটফ্যাটে সাদা।
  • একাংশ দাবি করেন, ট্রাম্প অসুস্থ। রোগের কারণে তাঁর হাতে কালশিটে পড়ে গিয়েছে। তা লুকাতেই চড়া মেকআপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement