সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বোমাবর্ষণ হয়। এই হামলার নেপথ্যে আমেরিকা রয়েছে বলেই মনে করা হচ্ছিল। অবশেষে এই বিষয়ে সিলমোহর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, "ভেনেজুয়েলা এবং সেখানকার নেতৃত্বের বিরুদ্ধে সফল হামলা চালানো হয়েছে।" পাশাপাশি জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরসকে বন্দি করা হয়েছে। সেনার পাশাপাশি মার্কিন আইন বিভাগের নেতৃত্বে অভিযানে সস্ত্রীক মাদুরোকে দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানানো হবে সাংবাদিক সম্মেলনে। প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকার তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার নিশ্চিত না করলেও এক বার্তায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, বিদেশী হানা প্রতিরোধ করবে ভেনেজুয়েলা। সব মিলিয়ে লাতিন আমেরিকার আকাশে ধুন্ধুমার যুদ্ধের মেঘ!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী।
উল্লেখ্য, বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। দীর্ঘ দিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে আমেরিকা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।” এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই আক্রান্ত ভেনেজুয়েলা।
প্রসঙ্গত, গত মাসে ভেনেজুয়েলা এবং তার আশেপাশের অঞ্চলের আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভেনেজুয়েলায় তেল ট্যাঙ্কার চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসলে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার হল ভেনিজুয়েলা। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দৈনিক প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়। কিন্তু সাম্প্রতিককালে চিন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে মাদুরো সরকারের। তাতেই অস্বস্তি বেড়েছে ট্রাম্পের। এর মধ্যেই কয়েকদিন আগে ভেনেজুয়েলার এক বন্দরে আমেরিকা হামলা চালিয়েছিল বলে দাবি সিএনএন-এর। অভিযোগ করা হয়েছিল, যে ওই বন্দর থেকে মাদক পাচার করা হচ্ছিল। আর সেই কারণেই চালানো হয় হামলা।
