সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা আমেরিকার দুর্গম পার্বত্য অঞ্চল অ্যারিজোনায়। সকাল ১১টা নাগাদ ফিনিক্স থেকে ১০৩ কিলোমিটার পূর্বে অবস্থিত টেলিগ্রাফ কেনন অঞ্চলে আছড়ে পড়ে কপ্টারটি। মর্মান্তিক এই ঘটনায় হেলিকপ্টারে থাকা ৪ সওয়ারির মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মার্কিন পিনাল কান্ট্রি শেরিফ অফিসের তরফে জানানো হয়েছে, বেসরকারি ওই হেলিকপ্টারে চার জন যাত্রী ছিলেন। একজন ৫৯ বছর বয়সি পাইলট ও তিন যুবতী যাঁদের দু'জনের বয়স ২১ ও অন্যজন ২২ বছরের। এই তিন যুবতী একই পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। জায়গাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছতেও রীতিমতো বেগ পেতে হয় উদ্ধারকারীদের। জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে সঙ্গে সঙ্গে আগুন লেগে গিয়েছিল কপ্টারটিতে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আবহাওয়াজনিত কারণে, নাকি যান্ত্রিক ত্রুটির জেরে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, আমেরিকায় এহেন দুর্ঘটনা অবশ্য প্রথমবার নয়, গত রবিবার মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছিল নিউ জার্সিতে। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের জেরে মাটিতে আছড়ে পড়ল দুই হেলিকপ্টারের। মর্মান্তিক এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে কপ্টারের একজন পাইলটের। দ্বিতীয় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, রবিবার সকাল ১১.২৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে আটলান্টিক কাউন্টির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানা যায়, সংঘর্ষের মুখে পড়া কপ্টার দুটি ছিল এনস্ট্রম এফ-২৮এ হেলিকপ্টার এবং দ্বিতীয়টি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টার।
