সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ওয়াশিংটনে পাহাড়ে ট্রেক করতে গিয়ে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের। প্রাণ গিয়েছে তাঁর দুই বন্ধুরও। মৃতদের নাম বিষ্ণু (৪৮), টিম গুয়েন (৬৩), ওলেকজান্দার মার্টিনেনকো (৩৬)। জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত যুবক বিষ্ণু সিয়াটেলের বাসিন্দা। তবে বাকিরা কোথায় থাকতেন, তা জানা যায়নি। তাঁদের সঙ্গে অ্যান্টন সেলিক (৩৮) নামে অপর এক যুবকও গিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন।
আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার চারজনের এই দলটি ওয়াশিংটনের উত্তর ক্যাসকেডস-এর একটি পাহাড়ে ট্রেকিংয়ের জন্য গিয়েছিলেন। কিন্তু মাঝপথে তাঁরা ভয়ংকর তুষারঝড়ের সম্মুখীন হন। বিপদ বুঝে মাঝরাস্তা থেকেই চারজন ফিরে আসার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই তাঁদের হাতে থাকা দড়িটি ফসকে যায়। ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়েন চার যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণু, টিম এবং ওলেকজান্দারের। ভাগ্যক্রমে বেঁচে যান অ্যান্টন। এরপর ৬৪ কিলোমিটার পথ অতিক্রম করে নিরাপদে পৌঁছে তিনি পুলিশকে গোটা ঘটনাটি জানান। পরে উদ্ধারকারী দলের সহায়তায় তিন জনের দেহ খুঁজে বার করা হয়।
বিষ্ণুর পরিবার জানায়, প্রাণবন্ত একটি ছেলে এই ভাবে দুর্ঘটনায় মারা গেল। আমরা মর্মাহত। সে সিয়াটেলের বাসিন্দা। গত শনিবার বন্ধুদের সঙ্গে ট্রেক করতে গিয়েছিলেন। আর ফিরে এল না।
