shono
Advertisement
Venezuela

মাদুরো কি বেঁচে আছেন? ওয়াশিংটনের কাছে প্রমাণ চাইল ভেনেজুয়েলা, কী জানাল আমেরিকা?

দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনা চলছিল দুই দেশের।
Published By: Subhodeep MullickPosted: 06:41 PM Jan 03, 2026Updated: 07:16 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে আমেরিকা। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি ভেনেজুয়েলা সরকার এখনও নিশ্চিত করেনি। তবে জানা যাচ্ছে, মাদুরো বেঁচে আছেন কি না -ওয়াশিংটনের কাছে তার প্রমাণ চেয়েছে ভেনেজুয়েলা।

Advertisement

ভেনেজুয়েলার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেদেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জানিয়েছেন, মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার কোনও তথ্য তাদের কাছে নেই। এরপরই তিনি ওয়াশিংটনের কাছে মাদুরোর জীবিত থাকার প্রমাণ চান। এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি আমেরিকা। তবে মার্কিন সেনেটর মাইক লি জানিয়েছেন, মাদুরো প্রসঙ্গে তাঁর সঙ্গে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর কথা হয়েছে। মাইক তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘কিছুক্ষণ আগেই রুবিওর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আমেরিকায় মাদুরোর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলাগুলির বিচারের জন্য তাঁকে বন্দি করা হয়েছে।’  

উল্লেখ্য, বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের। সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করে আমেরিকা। তারপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ করেন, তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই ভেনেজুয়েলায় হামলা চালাল মার্কিন সেনা। 

প্রসঙ্গত, গত মাসে ভেনেজুয়েলা এবং তার আশেপাশের অঞ্চলের আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি, ভেনেজুয়েলায় তেল ট্যাঙ্কার চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞাও জারি করা হয়। আসলে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার হল ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দৈনিক প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়। কিন্তু সাম্প্রতিককালে চিন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মাদুরো সরকারের। তাতেই অস্বস্তিতে পড়েন ট্রাম্প। এর মধ্যেই কয়েকদিন আগে ভেনেজুয়েলার এক বন্দরে আমেরিকা হামলা চালায় বলে দাবি করে সিএনএন। অভিযোগ ছিল, ওই বন্দর থেকে মাদক পাচার করা হচ্ছিল। আর সেই কারণেই চালানো হয় হামলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আশঙ্কা সত্যি করে শনিবার ভোররাতে ভেনেয়াজুয়েলায় হামলা চালিয়েছে আমেরিকা।
  • তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে।
  • জানা যাচ্ছে, মাদুরো বেঁচে আছেন কি না -ওয়াশিংটনের কাছে তার প্রমাণ চেয়েছে ভেনেজুয়েলা।
Advertisement