সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। আমেরিকার এহেন আচরণের নিন্দায় সরব হয়েছে বিশ্বের বহু দেশ। জানা যাচ্ছে, মাদুরোর অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার সামাল দিতে চলেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ।
সম্প্রতি এমনটাই দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক লুরা লুমার। তিনি বলেন, "ভেনেজুয়েলার বিশিষ্ট সূত্রে জানা গিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ আজ থেকেই ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নিয়েছেন।" এমনিতেও ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সেই দায়িত্বভার কাঁধে ওঠে ভাইস প্রেসিডেন্টের। ফলে সংবিধান মেনেই দায়িত্ব নিচ্ছেন ডেলসি। ২০১৮ সাল থেকেই দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে সরকারের সম্প্রচারমন্ত্রী ও বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।
উল্লেখ্য, শনিবার ভোররাতে রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে বোমা হামলা চালিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। এই হামলার পর হোয়াইট হাউসের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। আমেরিকার অন্দরেও এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ভেনেজুয়েলায় হামলার পর সেখাকার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে আমেরিকায়। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো বিস্ফোরক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে। মার্কিন আদালতেই তাঁর বিচার হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, আমেরিকার কাছে মাদুরোর জীবিত থাকার প্রমাণ চেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি।
হামলা ও প্রেসিডেন্টের গ্রেপ্তারির পর তৎপর হয়ে উঠেছে ভেনেজুয়েলাও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দেশজুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি শাসনভার নিয়ে পারেন এ জল্পনা স্পষ্টভাষায় খারিজ করে লোপেজ জানিয়েছেন, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী দেশের দায়িত্ব নিতে পারেন না। এই পরিস্থিতি কেবল সেনা অভ্যুত্থানের ক্ষেত্রেই তৈরি হয়। তবে, বর্তমানে ভেনেজুয়েলায় এমন পরিস্থিতি নেই। মাদুরোর গ্রেপ্তারির পর জরুরি অবস্থা জারি করা হয়েছে ভেনেজুয়েলায়। কূটনৈতিক মহলের দাবি, মাদুরোকে গ্রেপ্তারের পর আমেরিকার পরিকল্পনা হতে পারে ভেনেজুয়েলায় পছন্দের কাউকে শাসক হিসেবে বসিয়ে দেওয়া। তবে এখনও পর্যন্ত তেমন কোনও সম্ভাবনা সামনে আসেনি। সেই প্রচেষ্টা হলে ভেনেজুয়েলার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে মনে করা হচ্ছে।
