shono
Advertisement

Breaking News

Horoscope

কোন রাশির চরিত্র মেলে কোন খাবারের সঙ্গে? জানালেন বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর

আমাদের প্রত্যেকের চরিত্র আলাদা, ঠিক যেমন প্রতিটি খাবারের আলাদা আলাদা স্বাদ থাকে।
Published By: Subhankar PatraPosted: 08:56 PM May 14, 2025Updated: 08:56 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রত্যেকের চরিত্র আলাদা ঠিক যেমন প্রতিটি খাবারের আলাদা আলাদা স্বাদ থাকে। কোনটায় ঝাল, কোনও খাবার আবার মিষ্টি। কিছু খাবার আবার দুইয়ের মিশ্রণে তৈরি। তবেই সেগুলির মধ্যে ভিজে জল আনা স্বাদ আসে। কয়েকটি রাশির চরিত্র কোন সিস্ট্র ফুডগুলোর সঙ্গে মিল রয়েছে জানালেন বিখ্যাত সেফ সঞ্জীব কাপুর।

Advertisement

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে ফুচকার মিল রয়েছে। মশলাদার, টক এই রাশির দুঃসাহসিক মনোভাবকে প্রকাশ করে। ফুচকার মতোই চটকদার এই রাশির ব্যক্তিত্ব।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা কাচ্চি দাবিলির মতো। জীবন সমৃদ্ধ ও আনন্দময়। এই খাবারের ভিতরে থাকা ছোট ছোট উপাদান যেমন খাবারটিকে আরও আকর্ষণীয় করে তোলে। তেমন ভাবেই এই রাশির জাতক-জাতিকারা ছোট ছোট বিষয়ের উপর খুব জোর দেয়।

মিথুন রাশি: ঝালমুড়ি খেতে কেমন আলাদা করে বলতে হবে? হ্যাঁ! ঠিকই তেমনই হালকা, মুখরোচক প্রকৃতির হয়ে থাকেন মিথুন রাশির জাতক-জাতিকারা। সবকিছুর মিশ্রণ এই রাশির কৌতুহলী মনোভাবকে প্রকাশ করে।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা মোমোর মতো। নরম মন। যা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। ভিতরে উষ্ণতায় ভরপুর। তবে মোমোর মতোই নিজের ভিতরে অনেক কিছু লুকিয়ে রাখে এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি: সোনালি, উজ্জ্বল মিষ্টি যা উপেক্ষা করা অসম্ভব। বলুন কোন খাবার? ঠিক ধরেছেন জিলিপি। এই মিষ্টির মতোই সিংহ রাশি যাকে উপেক্ষা করা সম্ভব নয়। রসে ভরপুর এই রাশির জীবন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমাদের প্রত্যেকের চরিত্র আলাদা ঠিক যেমন প্রতিটি খাবারের আলাদা আলাদা স্বাদ থাকে।
  • কোনটায় ঝাল, কোনও খাবার আবার মিষ্টি। কিছু খাবার আবার দুইয়ের মিশ্রণে তৈরি।
  • তবেই সেগুলির মধ্যে ভিজে জল আনা স্বাদ আসে। কয়েকটি রাশির চরিত্র কোন সিস্ট্র ফুডগুলোর সঙ্গে মিল রয়েছে জানালেন বিখ্যাত সেফ সঞ্জীব কাপুর।
Advertisement