shono
Advertisement

১২০০ আলোকবর্ষ দূরের গ্রহে আছে প্রাণের সন্ধান!

প্রায় ১২০০ আলোকবর্ষ দূরের এক গ্রহে প্রাণের সম্ভাবনা প্রবল বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷
Posted: 07:15 PM May 28, 2016Updated: 01:45 PM May 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এই পৃথিবীর মতোই সাজানো সংসার কি কোথাও আছে এই মহাবিশ্বে? নাকি বিরাট শূন্যতার মাঝে শুধু পৃথিবীতেই আছে প্রাণ? এ প্রশ্ন সেই কোন কাল থেকে মানুষকে ব্যস্ত রেখেছে নতুন গ্রহের সন্ধানে৷ বহুদূরের ছায়াপথে চোখ রেখে বিজ্ঞানীরা আজও নিরন্তর খুঁজে চলেছেন এমন একটি গ্রহ৷ সম্প্রতি সে কাজে মিলেছে সাফল্য৷ প্রায় ১২০০ আলোকবর্ষ দূরের এক গ্রহে প্রাণের সম্ভাবনা প্রবল বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷

Advertisement

‘লরা’ নামের ছায়াপথে একটি গ্রহের সন্ধান মিলেছে৷ বিজ্ঞানীরা সেটির নাম দিয়েছেন ‘কেপলার ৬২এফ’৷ পৃথিবী থেকে প্রায় ১২০০ আলোকবর্ষ দূরে এই গ্রহটির অবস্থান৷ আকার পৃথিবীর থেকে প্রায় ৪০ শতাংশ বেশি৷ বিজ্ঞানীদের পাওয়া তথ্য অনুযায়ী, এই গ্রহের ভূ-ত্বক যেরকম তাতে গ্রহে জল থাকার সম্ভাবনা প্রবল৷ সমুদ্র থাকতে পারে বলেও অনুমান বিজ্ঞানীদের৷ আর তাই প্রাণের সন্ধানও এই গ্রহে মিলতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের৷

তবে এখনও বিজ্ঞানীরা পরীক্ষা চালাচ্ছেন৷ পরিবেশগত দিক থেকে পরীক্ষা চালিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে৷ পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ০.০৪ শতাংশ৷ এর জেরেই পরিবেশের উষ্ণতা বজায় থাকে৷ পরিবেশ উষ্ণায়ণের জন্যও এটিই দায়ী৷ কিন্তু ভিনগ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে এই গ্যাসের পরিমাণই পরিমাপ করছেন বিজ্ঞানীরা যে নক্ষত্রের চারপাশে আবর্তন করছে গ্রহটি সেটি সূর্যের থেকে ছোট৷ তবে নক্ষত্রটি থেকে গ্রহের দূরত্বের উপর নির্ভর করবে গ্রহের তামপাত্রা কতটা৷ সেইসঙ্গে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও জানিয়ে দেবে যদি জল থেকেও থাকে তা জমা অবস্থায় আছে না কি তরল রূপে আছে৷ এর উপরেই প্রাণের সম্ভাবনাও নির্ভর করছে৷ পুরোটাই পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা৷ তবে এখনও অবধি যে তথ্য পাওয়া গিয়েছে তাতে হয়ত মহাবিশ্বে দ্বিতীয় পৃথিবী হয়ে উঠতে পারে গ্রহেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement