shono
Advertisement

Breaking News

পাহাড় ভালবাসেন? রইল কলকাতার কাছাকাছি ৬টি গন্তব্যের সন্ধান

দার্জিলিং ভাবলে কিন্তু ভুল ভাবছেন৷ The post পাহাড় ভালবাসেন? রইল কলকাতার কাছাকাছি ৬টি গন্তব্যের সন্ধান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 PM Nov 09, 2018Updated: 09:27 PM Nov 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ভ্রমণপিপাসু বাঙালির পায়ের তলায় সরষে৷ তারা সবসময়ই বেড়াতে যাওয়ার জন্য ছুটি খোঁজে৷ এদিকে আবার শীতকাল প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে৷ আর শীত মানেই বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত এক সপ্তাহের লম্বা ছুটি৷ ওই সময়কে কাজে লাগিয়েই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই৷ তাই তাঁদের জন্য রইল কলকাতার আশেপাশের কয়েকটি পাহাড়ি এলাকার খোঁজ৷

Advertisement

[শীতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে]

অযোধ্যা পাহাড়: ট্রেকিং, রক ক্লাইম্বিং মতো অ্যাডভেঞ্চার করে যদি শীতের ছুটি কাটাতে চান? তাহলে আপনার ডেস্টিনেশন হতেই পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়৷ কলকাতা থেকে ট্রেন অথবা বাসেই আপনি পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে৷ অযোধ্যার পাশাপাশি এখানে গেলে একবার ঘুরে দেখতেই পারেন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঝিলিমিলি, ঝোরান্ডা জলপ্রপাত, বরেহি পানি, ডিমনা লেক এবং টাটা স্টিল জুলজিক্যাল পার্কে৷

কার্শিয়াং: ধরুন, হাজারও কাজের চাপ সামলে মাত্র ২-৩ দিনের ছুটি পেয়েছেন৷ মন চাইছে কাজের চাপ থেকে সাময়িক মুক্তি৷ এই পরিস্থিতিতে কোথায় যাবেন বুঝতে পারছেন না, তাই তো? চিন্তা নেই বরং চেপে বসুন নিউ জলপাইগুড়িগামী ট্রেনে৷ নেমে পড়ুন কার্শিয়াংয়ে৷ চা-বাগানের সবুজ, পাহাড়, ডিয়ার পার্ক, মন্দির আপনার মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট৷

[‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখতে যেতে চান? জানেন কত খরচ?]

মিরিক: বেড়াতে যাওয়া মানেই শান্তির খোঁজে বেড়িয়ে যাওয়া৷ তাই অল্প সময় হাতে নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের যমজ শহর মিরিকে৷ ২-৩ দিনের ছুটি কাটানোর জন্য বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত মিরিকের বিকল্প নেই৷ কলকাতা থেকে সরাসরি বাসেই আপনি পৌঁছে যেতে পারেন এই পাহাড়ি অঞ্চলে৷

[উৎসবের মরশুমে ১৬ দিনেই সুপারহিট ‘ভোরের আলো’]

কালিম্পং: তিব্বতীয় সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে, কালিম্পং থেকে আপনি বেড়িয়ে আসতেই পারেন৷ কলকাতা থেকে মাত্র ৬২১ কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পং৷ একাধিক জলপ্রপাত, মনাস্ট্রি, চা-বাগান যেমন রয়েছে৷ তেমনই কালিম্পংয়ে গিয়ে তিস্তার রাফটিং করতে ভুলবেন না৷ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এর চেয়ে ভাল বেড়াতে যাওয়ার জায়গা আর কি-ই বা হতে পারে?


নেতারহাট: আপনি যদি অপরিচিত পাহাড়ি অঞ্চলে বেড়াতে যেতে চান, তাহলে নেতারহাটের কোনও তুলনা নেই৷ সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত নেতারহাট৷ কলকাতা থেকে ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি অঞ্চল৷ রাঁচি হয়ে খুব কম সময়ের মধ্যেই ট্রেন অথবা বিমানে আপনি পৌঁছে যেতে পারেন নেতারহাটে৷ বেশ কয়েকটি জলপ্রপাত, বেতলা ন্যাশনাল পার্ক, পুনে ফরেস্ট-সহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরতি এই পর্যটন কেন্দ্র৷ এই জায়গাটি আপনার কর্মব্যস্ত দিনগুলির ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট, তা বলা যেতেই পারে৷

[নয়া আকর্ষণ উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারে চালু ক্যারাভান পরিষেবা]

শিমুলতলা: ইট-কাঠ-কংক্রিটের বহুতলের ভিড়ে ঠাসা শহরের কোলাহল থেকে দিনকয়েক মুক্তির আস্বাদ পেতে চান? তবে আপনি পাড়ি জমাতেই পারেন বিহারের শিমুলতলার উদ্দেশে৷ শহুরে কোলাহল এখনও স্পর্শ করতে পারেনি এই জায়গাটিকে৷ একেবারে সবুজে ঢাকা শিমুলতলায় গেলে আপনি একাধিক জলপ্রপাত দেখতে পাবেন৷

[রাজস্থান গেলে অবশ্যই ঢুঁ মারুন এই কেল্লাগুলিতে]

The post পাহাড় ভালবাসেন? রইল কলকাতার কাছাকাছি ৬টি গন্তব্যের সন্ধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement