shono
Advertisement

ট্রাক্টরে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন জয়, গাইলেন ‘হীরক জয়ন্তী’-র বিখ্যাত গান

গাইলেন, “বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার...”। The post ট্রাক্টরে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন জয়, গাইলেন ‘হীরক জয়ন্তী’-র বিখ্যাত গান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:52 PM Apr 17, 2019Updated: 08:52 PM Apr 17, 2019

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: লোকসভা নির্বাচনে এবার গ্রামের ছেলে হীরুও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার হীরু নিজে ট্রাক্টর চালিয়ে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন হিন্দু পুরোহিত এবং একজন মুসলিম ইমামও তাঁর মনোনয়ন পর্বের সঙ্গী হয়েছিলেন। হীরু যখন তাঁর মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তখন লাউড স্পিকারে বাজছিল ‘হীরক জয়ন্তী’ ছবির বিখ্যাত গান “বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার।” আসলে এই হীরু হলেন জনপ্রিয় চিত্রাভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Advertisement

এবার তিনি বিজেপির হয়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বুধবার তিনি বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিককে সঙ্গে নিয়ে হাওড়ার অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এদিন তিনি যখন শিবপুর মন্দিরতলা টেলিফোন এক্সচেঞ্জের সামনে থেকে ফোরশোর রোড হয়ে হাওড়া জেলাশাসকের দপ্তরে আসেন, তখন তাঁকে দেখার জন্য রাস্তার দু’পাশে অসংখ্য বিজেপি সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করেন। জয় গ্রাম্য যুবক হীরুর বেশেই তাঁর মনোনয়ন জমা দিতে আসেন। তাঁর পরনে ছিল খাটো করে পরা ধুতি, জামা ও মাথায় ছিল গামছার ফেট্টি। মহিলারা তাঁকে দেখে, “আই লাভ ইউ, আই লাভ ইউ” বলে চিৎকার করতে থাকেন। জয় বন্দ্যোপাধ্যায় হাসিমুখে তাঁদের দিকে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন।

[ আরও পড়ুন: এবার ভোটে ‘পুরুলিয়ার বাঘ’ কে হবেন, ঠিক করবে বাঘমুন্ডি! ]

এক পলকে দেখে পুরো বিষয়টিকে একটি সিনেমার শুটিং বলেই মনে হয়েছিল। একটা সময় তাঁর অনুরাগীদের মধ্যে তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। অবশেষে নির্বিঘ্নেই মনোনয়ন দাখিল পর্ব সম্পন্ন হয়। জয় জানান, যেদিন থেকে তিনি ভোট প্রচারে নেমেছেন সেই দিন থেকে মানুষ তাঁকে হীরু নামেই ডাকতে শুরু করেছেন। এলাকার মানুষের ভাবাবেগকে সম্মান জানাতেই এদিন তিনি গ্রামের ছেলে হীরু হয়েই তাঁর মনোনয়ন জমা দেন। এই গুরুত্বপূর্ণ দিনটিতেও তাই তিনি তাঁর ‘হীরু’ ব্র্যান্ড ভাঙতে চাননি।

[ আরও পড়ুন: বর্ণাঢ্য রোড-শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ অর্জুন সিংয়ের ]

The post ট্রাক্টরে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন জয়, গাইলেন ‘হীরক জয়ন্তী’-র বিখ্যাত গান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement