shono
Advertisement

খেজুরিতে সস্ত্রীক বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তিরে তৃণমূল

বাগনানে তৃণমূল কার্যালয়ে বোমাবাজির অভিযোগ। The post খেজুরিতে সস্ত্রীক বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তিরে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Jun 09, 2019Updated: 09:18 AM Jun 10, 2019

রঞ্জন মহাপাত্র ও সন্দীপ মজুমদার: বিজেপি  সমর্থক, এটাই ছিল ‘অপরাধ’৷ এক ব্যক্তি ও তাঁর স্ত্রীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল  খেজুরির চিঙ্গুরদুনিয়া গ্রামে। আহত বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, বাগনানে তৃণমূল কার্যালয়ে বোমাবাজির অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ১ অভিযুক্তকে।

Advertisement

[আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে তপ্ত বসিরহাটে বিজেপি প্রতিনিধিদল, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ]

ফলপ্রকাশের পর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও অশান্তি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোথাও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত  তৃণমূল। কোথাও আবার শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি। এবার ঘটনাস্থল খেজুরির চিঙ্গুরদুনিয়া। জানা গিয়েছে, আক্রান্ত ভিকুরাম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। অভিযোগ, বিজেপি কর্মী হওয়ায় দীর্ঘদিন ধরেই শাসকদলের হুমকির মুখে পড়তে হচ্ছিল ভিকুরামকে। ভোটের ফলপ্রকাশের পর থেকেই বাড়তে শুরু করে অত্যাচার। সূত্রের খবর, রবিবার সকালে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন  দুষ্কৃতী। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ভিকুরামকে। মারধর করা হয় ওই বিজেপি কর্মীর স্ত্রীকেও। এরপর গুরুতর আহত অবস্থায় ভিকুরামকে উদ্ধার করে হেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে পুলিশ ও স্থানীয়রা। আহত বিজেপি কর্মীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁকে হুমকি দিয়েছিল স্থানীয় তৃণমূল কর্মীরা। 

[আরও পড়ুন: ব্লক কমিটি নয়, কোচবিহারে বিধায়কদেরই দায়িত্ব দিলেন তৃণমূলের নয়া সভাপতি]

অন্যদিকে, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাগনানও। অভিযোগ, শনিবার রাতে বাগনান থানার দেউলটিতে শরৎ রোড সংলগ্ন তৃণমূলের ওই দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। বিস্ফোরণে আহত হন তৃণমূল কংগ্রেসের ৮ কর্মী।তাঁদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি,  শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। 

The post খেজুরিতে সস্ত্রীক বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তিরে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement