shono
Advertisement
IPL 2025

প্লে অফের লড়াইয়ে কোহলিদের 'পথের কাঁটা' চেন্নাই ও বৃষ্টি! দক্ষিণী ডার্বিতে ভোগাবে আবহাওয়া?

শুক্রবারও বিরাট-ধোনিদের অনুশীলনে ভুগিয়েছে বৃষ্টি।
Published By: Arpan DasPosted: 10:06 AM May 03, 2025Updated: 10:06 AM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্লে অফের দরজায় কড়া নাড়ছে আরসিবি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট কোহলির দলের। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলে প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে আরসিবি। কিন্তু দক্ষিণী ডার্বিতে কি পথের কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টি? সেই সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় আছে। এমনকী শুক্রবার বিরাট-ধোনিদের অনুশীলনে ভুগিয়েছে বৃষ্টি।

Advertisement

১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার তলায় চেন্নাই। চিপকে ঘরের মাঠে দু'দলের মোকাবিলায় হার মানতে হয়েছিল সিএসকে'তে। ফলে চিন্নাস্বামীতে তাদের প্রতিশোধের লড়াই। যদিও ধোনির দলের যা পারফরম্যান্স, তাতে 'প্রতিশোধ' তো নয়, যেন সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে তারা। শনিবার কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শনিবাসরীয় সন্ধ্যায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। সেই সঙ্গে বজ্রপাত ও প্রবল ঝোড়ো হাওয়াও বইতে পারে। মোটামুটি বিকেল ও সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ ঘিরে দুশ্চিন্তার কালো মেঘ। ঘটনা হচ্ছে, বৃষ্টির জন্য শুক্রবারও দু'দলের অনুশীলন বিঘ্নিত হয়েছে। দুপুর তিনটে নাগাদ শুরু হয়েছিল চেন্নাইয়ের অনুশীলন। কিন্তু বৃষ্টির জন্য প্রায় ৪৫ মিনিট তা বন্ধ রাখতে হয়। পরে আবার সাড়ে ৪টে নাগাদ অনুশীলন শুরু করে তারা।

আরসিবি'র অনুশীলন শুরু হয়েছিল বিকেল ৫টা নাগাদ। বিরাট ও দেবদত্ত পাড়িক্কল প্রায় এক ঘণ্টা প্র্যাকটিস করেন। তারপর ফের হুড়মুড়িয়ে বৃষ্টি নামে। পুরো সন্ধ্যা জুড়েই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত-সহ বৃষ্টি ছিল বেঙ্গালুরুতে। যে কারণে ম্যাচ ঘিরে আরও উদ্বেগ বাড়ছে। তবে চিন্নাস্বামীর নিকাশী ব্যবস্থা খুবই ভালো। ফলে বৃষ্টি থামলে ম্যাচ শুরু করতে বেশি দেরি হবে না। কোহলিরাও সেটাই চাইবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের প্লে অফের দরজায় কড়া নাড়ছে আরসিবি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট কোহলির দলের।
  • শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলে প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে আরসিবি।
  • কিন্তু দক্ষিণী ডার্বিতে কি পথের কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টি? সেই সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় আছে।
Advertisement