Advertisement
শেষ ‘সাবাশ ফেলুদা’র শুটিং, পরমব্রত-ঋতব্রতদের ছবি শেয়ার করলেন পরিচালক অরিন্দম
ছবিগুলি শুটিংয়ের শেষ কয়েকটা দিনের।
শেষ করেছেন ‘সাবাশ ফেলুদা’র শুটিং। শেষ কয়েকদিনের শুটিংয়ের স্মৃতি দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক অরিন্দম শীল।
সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তদের পাশাপাশি এবার 'ফেলুদা' হয়ে মগজাস্ত্রের খেলা দেখাবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
Published By: Suparna MajumderPosted: 02:21 PM Mar 20, 2023Updated: 02:58 PM Mar 20, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ