সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ৩ দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই ঘোর দুঃসংবাদ পেলেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন মারিয়া সল। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি। রীতিমতো যমে মানুষে টানাটানির পরিস্থিতি।
সূত্রের খবর, আমেরিকার মায়ামি-তে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন মারিয়া। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দেওয়ালে ধাক্কা মারেন। যার ফলে তাঁর শরীরে কিছুটা অংশ পুড়ে যায় এবং মেরুদণ্ডে চোট পেয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মেসির মা সেলিয়া জানিয়েছেন, মারিয়ার কবজির কিছু অংশ পুড়ে গেছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার গোড়ালি ভেঙে গেছে। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এই মুহূর্তে মেসির বোন বিপদমুক্ত। তবে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অনেকটা সময় লাগবে।
বোনের সঙ্গে মেসি। ছবি: সংগৃহীত।
এই দুর্ঘটনার জেরে বড় ধাক্কা খেল মারিয়ার ব্যক্তিগত জীবন। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও-তে দীর্ঘদিনের প্রেমিক হুলিয়ানের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানে মেসিরও থাকার কথা ছিল। মারিয়ার প্রেমিক হুলিয়ান এখন ইন্টার মায়ামির অনূর্ধ্ব ১৯ দলের সহকারী কোচ। তাঁরও ছোটবেলা কেটেছে রোজারিও-তে। ছোটবেলা থেকেই মারিয়ার সঙ্গে প্রেম। কিন্তু মারিয়ার দুর্ঘটনার জন্য আপাতত বিয়েটা হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে।
সূত্রের খবর, ভারত সফরের পর মেসি এখন ছুটিতে রয়েছেন। তিনিও রোজারিওতেই রয়েছেন। সেখানে অবসর যাপনের পাশাপাশি বোনের বিয়েতেও সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। কিন্তু আচমকা দুর্ঘটনা সব পরিকল্পনায় জল ঢেলে দিল। আপাতত বোনের জন্য দুশ্চিন্তায় দিন কাটছে লিওর।
