সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্থ ইস্টকে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল চেন্নাইয়িন। মঙ্গলবার চেন্নাইয়িন ২-১ গোলে ম্যাচ জেতায় চাপ বাড়ল ইস্টবেঙ্গলের উপরে। সাত নম্বরে নেমে গেল লাল-হলুদ। অন্যদিকে ম্যাচ জিতে চেন্নাই শিবির এখন ছনম্বরে। বুধবার শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের। সেই ম্যাচ জিততেই হবে লাল-হলুদ শিবিরকে। পাঞ্জাবকে হারানো ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। তার পরে তাদের তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়ের শেষ ম্যাচের দিকে। এফসি গোয়ার সঙ্গে শেষ ম্যাচ চেন্নাইয়ের।
এদিন ৪৯ মিনিটে নর্থ ইস্টকে এগিয়ে দিয়েছিলেন জিতিন। ম্যাচ যত গড়াল চেন্নাই ততই চাপ বাড়াতে থাকল নর্থ ইস্টের উপরে। একাধিক সুযোগ তৈরি করে তারা। ৭২ মিনিটে আকাশ সাঙ্গওয়ান কর্নার থেকে সমতা ফেরান চেন্নাইয়ের হয়ে।
[আরও পড়ুন: ‘আমি হিসেব রাখি না’, আইপিএলে নয়া রেকর্ড গড়েও ‘অভিমানী’ জাদেজা]
অতিরিক্ত সময়ে অঙ্কিত মুখোপাধ্যায়ের গোলে চেন্নাই ম্যাচ জিতে নেয়। চেন্নাই-নর্থ ইস্ট ম্যাচের ফলাফল জেনে ইস্টবেঙ্গল নামছে বুধবার। তাদের খেলতে হবে ফাঁকা স্টেডিয়ামে। সমর্থকহীন স্টেডিয়ামে খেলা ভাবাচ্ছে কার্লেস কুয়াদ্রাতকে। তিনি আগেই জানিয়েছেন, “ফাঁকা গ্যালারির সামনে খেলা বেশ কঠিন। এ বার আমরা যতগুলো অ্যাওয়ে ম্যাচ খেলেছি, আমাদের সঙ্গে ছিলেন সমর্থকরা। এই ম্যাচে যেহেতু আমরা কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামছি, তাই দলের ফুটবলাররা যথেষ্ট উজ্জীবিত হয়ে মাঠে নামবে। আশা করি, ম্যাচে এর প্রভাব পড়বে। গোটা ম্যাচেই ওরা উজ্জীবিত হয়ে থাকবে।”