-
- ফটো গ্যালারি
- In pictures tight security at every nook and corner in jammu and kashmir ahead of g 20 summit
শিকারার পাশাপাশি ডাল লেকে নৌসেনার নজরদারি জলযান, জি-২০ সম্মেলনের আগে কড়া নিরাপত্তায় ভূস্বর্গ
চেহারাই বদলে গিয়েছে উপত্যকার!
Tap to expand
জি-২০ সম্মেলন আয়োজনের গুরু দায়িত্ব এবার ভারতের উপর। সোমবার থেকে পর্যটন সংক্রান্ত তিনদিনের সম্মেলন শুরু হচ্ছে ভূস্বর্গ জম্মু-কাশ্মীরে। প্রস্তুতি শেষ। বৈঠক শুরুর অপেক্ষায় প্রহর গুনছে শ্রীনগর। ছবি: মাসুদ আহমেদ।
Tap to expand
পর্যটন সংক্রান্ত সম্মেলন। আর কে না জানে পর্যটনস্থল হিসেবে বিখ্যাত এ দেশের 'সুইজারল্যান্ড' কাশ্মীর উপত্যকা? তাই জি-২০ সম্মেলন এবার বসছে এখানে। প্রস্তুতিপর্বে গোটা রাজ্যে কড়া নজরদারি সেনার। ছবি: মাসুদ আহমেদ।
Tap to expand
'প্রাচ্যের ভেনিস' কাশ্মীরের ডাল লেক। সুসজ্জিত শিকারায় ভেসে হিমালয়ের সৌন্দর্য দর্শন যেন এক স্বর্গীয় অনুভূতি! সেই ডাল লেকে এখন শুধু শিকারা নয়, দেখা যাচ্ছে নৌবাহিনীর নজরদারি জলযান। ছবি: মাসুদ আহমেদ।
Tap to expand
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্থলটি কিন্তু বহু নাশকতার সাক্ষী। জি-২০ সম্মেলনের কোনওরকম অশান্তি রুখতে দিনরাত কড়া নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী। দূরবীনে চোখ রেখে খুঁজছে নিরাপত্তার ফাঁকফোকর। ছবি: মাসুদ আহমেদ।
Tap to expand
সোম থেকে বুধ, পর্যটন নিয়ে তিনদিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে রবিবার থেকেই প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। আর কাশ্মীর উপত্যকায় পা রেখে তাঁরা বিস্মিত। এ যেন অন্য কাশ্মীর! ছবি: মাসুদ আহমেদ।
Tap to expand
ডাল লেকের দিনের বেশিরভাগ সময়েই চোখে পড়ছে নৌসেনার জলযান। জলপথে নাশকতা রুখতে অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছেন জওয়ানরা। ছবি: মাসুদ আহমেদ।
Published By: Sucheta SenguptaPosted: 07:51 PM May 21, 2023Updated: 07:54 PM May 21, 2023
চেহারাই বদলে গিয়েছে উপত্যকার!