সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাবা। তাই দুই ছেলেকে বলেছিলেন বাড়ি খালি করতে দিতে। তা নিয়েই রাগ! ভাড়াটে খুনি দিয়ে সেই প্রাক্তন বায়ুসেনা অফিসার বাবাকে খুন করালেন দুই ছেলে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় ওই দুই ভাড়াটে খুনির একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত ভাড়াটে খুনি উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। ২০০৮ সালে নিজের কাকার পরিবারের সাত জনকে হত্যা করেছিলেন তিনি এবং তাঁর বাবা। ওই ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৫। সাজাও হয়েছিল তাঁর। সংশোধনাগার থেকে বেরোনোর পর গাজিয়াবাদের অশোক বিহারে থাকা শুরু করেন। নিহত প্রাক্তন বায়ুসেনা অফিসার যোগেশ কুমার তাঁর প্রতিবেশী ছিল। পথকুকুরকে খেতে দেওয়া নিয়ে একবার বিবাদেও জড়িয়েছিলেন দু'জন। যোগেশ খুনে জড়িত দ্বিতীয় ভাড়াটে খুনি এক পুলিশ কনস্টেবল। তাঁর নাম নবীন কুমার।
পুলিশ জানিয়েছে, যোগেশের দুই ছেলে নীতেশ এবং গুড্ডু পলাতক। এসিপি সিদ্ধার্থ গৌতম বলেন, "নীতেশ আর গুড্ডু খুনের পরিকল্পনা করেছিল। বুলন্দশহরের ওই যুবক এবং নবীন বাইকে করে এসেছিল। ওই যুবক রড দিয়ে প্রথমে যোগেশের মাথায় মারে। যোগেশ মাটিতে পড়ে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় নবীন।"
