সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সাল। ডিজিটাল ভারত কতটা এগিয়ে তা নিয়ে আলোচনা বিস্তর! কিন্তু গ্রামে রাস্তা না থাকায়, ঢোকেনি গাড়ি বা অ্যাম্বুল্যান্স। হাসপাতালের 'খোঁজে' দীর্ঘ ৬ কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে মৃত্যু হল ৯ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর! বাঁচানো গেল না গর্ভস্থ সন্তানকেও। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামে।
মৃতার নাম আশা সন্তোষ কিরাঙ্গা। বয়স ২৮ বছর। তিনি পেশায় আশা কর্মী ছিলেন। আশার গ্রামে রাস্তা নেই বললেই চলে। কোনও গাড়ি বা অ্যাম্বুল্যান্স ঢুকবে না গ্রামে। সন্তান প্রসব করানোর মতো ব্যবস্থাও নেই! বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে মেইন রোডে আসতে হবে। তারপর পাওয়া যাবে গাড়ি।
দেশবাসী যখন নতুন বছরের প্রথম দিনে আনন্দে মেতে, সেই সময় স্বামীর সঙ্গে জঙ্গলের রাস্তা ধরে হাসপাতালের খোঁজে বেরন অন্তঃসত্ত্বা আশা। টানা ছয় কিলোমিটার হাঁটার পর ২ জানুয়ারি তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। প্রধান সড়কের কাছাকাছি পৌঁছনোর পর ডাকা হয় অ্যাম্বুল্যান্সও। তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। তবে ততক্ষণে সব শেষ। হাসপাতালের তরফে জানানো হয়, মা ও গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, "২ জানুয়ারি সকালে, তাঁর প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়। ডাক্তাররা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিলেও, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আগেই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছিল। রক্তচাপ বৃদ্ধির কারণে, আশাকেও বাঁচানো যায়নি।" গড়চিরোলি জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতাপ শিন্ডে বলেন, "হাঁটার কারণে হঠাৎ প্রসব বেদনা ও জটিলতা দেখা দিতে পারে। ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। মহকুমা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ঘটনাটির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।"
