অভিষেক চৌধুরী, কালনা: বন্ধ অ্যাকাউন্ট চালু করার কথা বলে বারবার ব্যাঙ্ক থেকে ফোন! ওটিপি শেয়ার করতেই দফায় দফায় উধাও ৫০ হাজার টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ গ্রাহক। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের নসরতপুর মধ্যপাড়ার বাসিন্দা তারাপদ বসাক। তাঁর ও তাঁর দুই ছেলের শাড়ির ব্যবসা রয়েছে। কালনার একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টটি তিনি দীর্ঘদিন ধরে লেনদেন করতে না পারায় বন্ধ হয়ে যায় বলে তার দাবি। যদিও ওই অ্যাকাউন্টে বেশ কয়েক হাজার টাকা ছিল। বৃদ্ধ তারাপদবাবুর অভিযোগ, অ্যাকাউন্ট চালু করার জন্য দুবার তিনি ব্যাঙ্কে গেলেও কাজের কাজ হয়নি।
[আরও পড়ুন: ভোটের মুখে খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ঘনাচ্ছে রহস্য]
পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের নাম করে ফোন আসে তাঁর কাছে। ওটিপি যায় তারাপদবাবুর মোবাইলে। বৃদ্ধের বউমা বুঝতে না পেরেই ফোনে ওই ওটিপি শেয়ার করেন। এর পর অ্যাকাউন্ট থেকে ২৭ ও ২৮ শে মে ৬ দফায় ৫০ হাজার ৫০০ টাকা তুলে নেওয়ার মেসেজ আসে। এর পর বোঝা যায় যে, তাঁরা প্রতারণার শিকার। ইতিমধ্যেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। এর আগেও এহেন ঘটনা ঘটেছে। পুলিশ, প্রশাসন এমনকী ব্যাঙ্কের তরফেও বারবার সকলকে সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।