সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক (Rishi Sunak)। তারপরেই দেশ বিদেশ থেকে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন ভারতের জামাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন- সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ঋষিকে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা তথা ঋষির শ্বশুর নারায়ণমূর্তিও (Narayan Murthy)। জানা গিয়েছে, আগামী ২৮ অক্টোবর দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ঋষি। তারপরের দিনই নতুন ক্যাবিনেট ঘোষণা করবেন তিনি।
সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী পদে জয়ী হন ঋষি সুনাক। তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “ঋষি সুনাককে অনেক অভিনন্দন। তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে ব্রিটেনের সঙ্গে ভারতের যোগসূত্র আরও দৃঢ় হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে। সেই সঙ্গে রোডম্যাপ ২০৩০কেও আরও সাফল্যমণ্ডিত করে তোলা হবে।” ঋষির জয়ের সঙ্গে ব্রিটেনের ভারতীয়দেরও দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
[আরও পড়ুন: ‘দিয়া’ জ্বালিয়ে অন্ধকার বিনাশের বার্তা, হোয়াইট হাউসে হইহই করে দিওয়ালি বাইডেন, কমলা হ্যারিসের]
জামাইয়ের এহেন কীর্তিতে স্বভাবতই খুশি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। একটি বিবৃতি দিয়ে তিনি বলেছেন, “ঋষিকে অনেক অভিনন্দন। ওর জন্য আমরা সকলেই গর্বিত। আগামী দিনে ঋষি অনেক সাফল্য পাবে এই কামনা করি। আমরা সকলেই নিশ্চিত, ব্রিটেনের সাধারণ মানুষের জন্য যেটা সবচেয়ে ভাল, ঋষি সেটাই করবে।” প্রসঙ্গত, সুনাকের এহেন কীর্তিতে বেজায় খুশি হয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। নিজের একটি ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, “জয় ভারত। মাতৃভূমি ভারত থেকে নতুন ভাইসরয়কে প্রধানমন্ত্রী হিসাবে পেতে চলেছে ব্রিটেন।”
দিওয়ালির উৎসব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয়, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি। আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেনের বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিত আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকেও শুভেচ্ছাবার্তা এসেছে। জো বাইডেন বলেছেন, “আমরা জানতে পেরেছি, ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন। এটি যুগান্তকারী ঘটনা। নিঃসন্দেহে এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হবে।” ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নেবেন ঋষি। অর্থনীতির বেহাল দশা সামলে ঋষির হাত ধরে কিভাবে ঘুরে দাঁড়াবে ব্রিটেন, সেই দিকে নজর গোটা বিশ্বের।