সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূভারতে এমন আমও (Mango) আছে, যা আমজনতার নাগালের বাইরে। হিমসাগর, ল্যাংড়া, ফজলির মতো বাজারে ঢু মারলেই দেখা মেলে না সে আমের, চাইলেও পাওয়া যায় না। কিন্তু বিশ্ববাজারে সেই বিরল আমের দাম আকাশ ছোঁয়া। এক কিলোর দাম আড়াই লক্ষ টাকা। ছোট্ট ভুলে ওড়িশার এক আম চাষির বাগান থেকে চুরি গিয়েছে সেই মহার্ঘ ‘অমৃত ফল’। ঘটনায় মাথায় হাত পড়েছে ওই ব্যক্তির। কিন্তু কেন চুরি হল?
ওড়িশার (Odisha) নয়া নুয়াপাড়া জেলায় আম চাষি লক্ষ্মীনারায়ণের বাড়ি। বাড়ির কাছেই বিরাট আম বাগান তাঁর। চলতি মরসুমে মোট ৩৮ রকম আমের চাষ করেছিলেন লক্ষ্মীনারায়ণ। তার বেশ কয়েকটির বিশ্ববাজার বিরাট চাহিদা রয়েছে। দামও তেমনই। স্বভাবতই মাথার ঘাম পায়ে ফেলে এত রকম আম ফলিয়ে গর্বিত চাষি। সেই সহজ আনন্দ ভাগ করে নেওয়াই কাল হল।