shono
Advertisement

হায়দরাবাদের সংস্থায় বিশেষ পদে নিযুক্ত গোল্ডেন রিট্রিভার, কর্মক্ষেত্রে সারমেয় থাকার সুবিধা জানেন?

জানেন চারপেয়ের ক্ষমতা?
Published By: Tiyasha SarkarPosted: 02:52 PM May 29, 2025Updated: 02:52 PM May 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ, গোয়েন্দা বিভাগ নয়, ছবি দেখে মনে হচ্ছে পুরো দস্তুর কর্পোরেট অফিস। হায়দরাবাদের এমন এক সংস্থায় 'চিফ হ্যাপিনেস অফিসার' পদে সদ্য নিযুক্ত হয়েছে এক চারপেয়ে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কিন্তু কেন এই নিয়োগ? জানেন কর্মক্ষেত্রে সারমেয় থাকার সুবিধা?

Advertisement

সম্প্রতি হায়দরাবাদের একটি সংস্থার তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টে জানানো হয় গোল্ডেন রিট্রিভার ডেনভারকে নিয়োগের কথা। অফিসে সারমেয়র ছবি পোস্ট করে হারভেস্টিং রোবোটিক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল আরেপাকা লেখেন, "ও কোড জানে না। তা নিয়ে কোনও পরোয়াও নেই। ও আসে, সকলের মন চুরি করে, আর এনার্জি বৃদ্ধি করে।" লিংকডিন থেকে এই ছবি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে সমস্ত সোশাল মিডিয়া প্লাটফর্মে। মুহূর্তে ভাইরাল হয়েছে 'চিফ হ্যাপিনেস অফিসারে'র ছবি। সংস্থার এই উদ্যোগককে সাধুবাদ জানিয়েছেন কর্মী থেকে শুরু করে সকলেই।

কিন্তু জানেন কর্মক্ষেত্রে সারমেয় থাকার সুবিধা?

১. মানসিক চাপ কমায়- মন খারাপের ওষুধ যে চারপেয়েদের কাছে আছে, তা তো সকলেই জানেন। দিনভর নানারকম সমস্যার পর ১০ মিনিট চারপেয়ের সান্নিধ্য মন ভালো করে দেয়। অফিসেই যদি তাদের পাওয়া যায়, তাহলে কাজের চাপ থাকলেও কর্মীদের মেজাজ থাকবে ফুরফুরে। যা ভালো করে কাজ করার শক্তি জোগাবে।

২. উৎপাদন ক্ষমতা বৃদ্ধি- কাজের ফাঁকে সারমেয়র সঙ্গে যদি সামান্য সময় কাটানো যায়, তাহলে মস্তিষ্ক ফ্রেশ হয়ে যায়। যা ভালো কাজের জন্য অত্যন্ত দরকার।

৩. সামাজিক অনুঘটক- চারপেয়েরা সামাজিক অনুঘটকের কাজ করে। অন্যের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। কর্মক্ষেত্রে চারপেয়ে সহকর্মীদের সম্পর্ক আরও সুন্দর করবে।

৪. ওয়ার্ক লাইভ ব্যালান্স- কোনও সংস্থায় যদি পোষ্যকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, তাহলে ওদের বাড়িতে একা রাখা নিয়ে দুশ্চিন্তা থাকে না। ফলে চাপ কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ, গোয়েন্দা বিভাগ নয়, পুরো দস্তুর কর্পোরেট অফিস।
  • হায়দরাবাদের এমন এক সংস্থায় 'চিফ হ্যাপিনেস অফিসার' পদে সদ্য নিযুক্ত হয়েছে এক চারপেয়ে।
  • সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
Advertisement