সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত জলরাশি বয়ে চলেছে পাতালের দিকে! চারদিকে শুধু জল ও পাহাড়। ঠিকই ধরেছেন জলপ্রপাতের কথাই বলা হচ্ছে। তার মাঝেই একাংশে শুয়ে রয়েছে স্বল্পবসনা তরুণী। জলের মধ্যেই শুয়ে ভয়ংকর সুন্দর দৃশ্যের মজা নিচ্ছেন তিনি। তবে একটু অসাবধান হলেই তলিয়ে যাবেন অতলে। মৃত্যু- কিনারে থেকে চোখে মুখে ভয় নেই বরং ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভিডিওটি কোথাকার তা বোঝা যায়নি। তবে মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার কোনও একটি জলপ্রপাত এটি। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটিতে ধরা পড়েছে তরুণীর অসীম সাহসের ছবি। জলপ্রপাতের শেষের দিকে এসে শূন্যে হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। তা দেখেই চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের।
ভিডিওর তলায় অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। কেউ বলছেন দুঃসাহিক। কারও মতে এই ঝুঁকি নেওয়ার কোনও দরকার নেই। কেউ বলছেন তরুণীর সাহস আছে বটে। এক নেট নাগরিকের মন্তব্য, 'ভাইরাল হতে গিয়ে এই রকম দুঃসাহসিক ভিডিও না করাই শ্রেয়।' অন্য আরেকজনের বক্তব্য, জীবনটা কি এতটাই সস্তা! তবে তরুণীর সাহসকেও কুর্নিশ জানিয়ে এক নাগরিক মন্তব্য করেছেন, বিপদকে সঙ্গী করে প্রাকৃতিক দৃশ্য দেখা। সত্যি তরুণীর সাহস আছে।'
