shono
Advertisement
India

'ভারত! সেটা আবার কোন দেশ?', দক্ষিণ কোরিয়ায় ট্যাক্সি চালকের প্রশ্নে হতবাক ভারতীয় তরুণী

ইতিমধ্যেই দুজনের কথোপকথন ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:44 PM Mar 04, 2025Updated: 06:44 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় তরুণী। যার ট্যাক্সিতে উঠেছিলেন, সেই ব্যক্তির প্রশ্ন শুনে রীতিমত থ হয়ে গেলেন তিনি। কারণ ট্যাক্সি চালক নাকি জানেনই না ভারত নামে কোনও দেশ আছে! তাঁকে ভারতের অস্তিত্ব বোঝাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ওই তরুণীকে। ইতিমধ্যেই দুজনের কথোপকথন ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। 

Advertisement

জানা গিয়েছে, ওই তরুণীর নাম পিয়ুশা পাতিল। পেশায় ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর। সোশাল মিডিয়ায় তিনি জানান, ওই ট্যাক্সি চালক তাঁকে নানা অদ্ভুত প্রশ্ন করছিলেন। কিন্তু এবার তিনি যা প্রশ্ন করেছেন তা শুনে চমকে গিয়েছেন। আর তাই ভিডিও না করে থাকতে পারেননি। ভাইরাল হওয়া ভিডিওতে চালককে কোরিয়ান ভাষায় বলতে শোনা গিয়েছে, "আপনি কোন দেশ থেকে এসেছেন?"। উত্তরে পিয়ুশা বলেন, "আমি ভারতীয়। ভারত থেকে এসেছি।"

এই উত্তর শুনেই চমকে যান ওই চালক। পালটা বলেন, "ভারত? সেটা আবার কোন দেশ? কোথায় অবস্থিত।" এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যান পিয়ুশা। তিনি পালটা বলেন, "আপনি ভারতের নাম শোনেননি?"। চালক বলেন, "আমি জানিই না এমন কোনও দেশ রয়েছে। ভারতের জনসংখ্যা কত?"। তখন পিয়ুশা জবাব দেন, "চিনের জনসংখ্যা ১.৩ বিলিয়ন। আর আমাদের ভারতের অন্তত ১.৪ বিলিয়ন। অর্থাৎ চিনের থেকেও বেশি।" তখন ওই চালক বলেন, "কী বলছেন? সত্যিই এত?" অবশেষে তিনি মেনে নেন ভারত নামে সত্যিই কোনও দেশ রয়েছে। প্রসঙ্গত, ওই তরুণী দক্ষিণ কোরিয়ার ইওয়া ওমেনস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। এই ভিডিও দেখে অনেক নেটিজেনই বলছেন, হয় তিনি মিথ্যা বলছেন নয়তো তিনি সত্যিই ভারত সম্পর্কে জানতেন না। কিন্তু এটা বিশ্বাস করা খুব কঠিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় তরুণী।
  • যার ট্যাক্সিতে উঠেছিলেন, সেই ব্যক্তির প্রশ্ন শুনে রীতিমত থ হয়ে গেলেন তিনি।
  • কারণ ট্যাক্সি চালক নাকি জানেনই না ভারত নামে কোনও দেশ আছে!
Advertisement